বিজেপি পঞ্চায়েত সদস্যের বাড়ি থেকে উদ্ধার ২৬ কেজি গাঁজা
26 kg of ganja recovered from BJP panchayat member's house

The Truth Of Bengal : বিজেপির পঞ্চায়েত সদস্য রুপা রায়ের বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। এই ঘটনায় রুপা রায়ের স্বামী নিমাই রায়কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সকালে হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা সাঁকরাইল এর নবঘড়া সরদার পাড়ায় কান্দুয়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য রুপা রায়ের বাড়িতে হানা দেয়।
ওই বাড়ি থেকে প্রায় ২৬ কেজি গাজা উদ্ধার হয়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, রুপা রায়ের স্বামী নিমাই রায় দীর্ঘদিন ধরে গোপনে এই গাজার ব্যবসা করত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার বাড়িতে হানা দিলে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। এ ঘটনায় নিমাই রায়কে গ্রেফতার করে পুলিশ।
তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ উঠেছে। এর আগেও মাদকের সঙ্গে বিজেপি নেতানেত্রীদের যোগাযোগের ঘটনা দেখা গিয়েছে। এই ঘটনায় বিজেপির পক্ষ থেকে এখনও কোনো বক্তব্য দেওয়া হয়নি।
FREE ACCESS