আন্তর্জাতিক
ফের ভূমিকম্প, ২৪ ঘণ্টার ব্যবধানে পর পর দুইবার
Two consecutive earthquakes within 24 hours

The Truth Of Bengal : আফগানিস্তানে ২৪ ঘণ্টার ব্যবধানে পরপর দুবার ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার বিকেল ৩টা ২০ মিনিটে আফগানিস্তানের জুরম শহর থেকে ৪৪ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে রিখটার স্কেলে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।
এই ভূমিকম্পের জের ভারত, পাকিস্তান, তাজিকিস্তান এবং উজবেকিস্তানেও অনুভূত হয়েছিল। শুক্রবার ভোর ৪টা ৫১ মিনিট নাগাদ আফগানিস্তানের হিন্দুকুশ অঞ্চলে আবারও রিখটার স্কেলে ৪ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৭ কিলোমিটার গভীরে। এই দুটি ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের কারণে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে।
FREE ACCESS