
The Truth Of Bengal : প্রতি বছর বরফ দেখতে দূর দূরান্ত থেকে পর্যটকরা ছুটে আসেন গুলমার্গে। অন্যান্য বছর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকেই গুলমার্গ ঢাকা থাকে বরফের চাদরে। তবে এই বছর বিশ্ব উষ্ণায়নের প্রভাব দেখা দিল গুলমার্গেও। পর্যটকরা আসলেও দেখা নেই বরফের। মুখ ফিরিয়ে নিয়েছে বরফের বৃষ্টিও। এই প্রসঙ্গে মুখ খুলেছেন কাশ্মীরের আবহাওয়া দফতর।
তাদের মধ্যে গত বছর কাশ্মীরে প্রায় ৭৯ শতাংশ কম ছিল বৃষ্টিপাতের পরিমাণ। ২০ তারিখ পর্যন্ত গুলমার্গে শুষ্ক আবহাওয়া বিরাজমান। যার জেরে চলতি বছরে আদেও আর বরফ পড়বে কিনা সেই নিয়ে চিন্তিত আবহবিদরা। তুষারপাত কম হওয়ার ফলে ভূস্বর্গ কাশ্মীর তথা গুলমার্গে দেখা দিতে পারে খাদ্য সঙ্কট, পানীয় জলের সমস্যা।
এমনটাই জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লাহ এই ঘটনায় আশঙ্কা প্রকাশ করে নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছে এই ধরনের ঘটনা বিরল। শীতের মরশুমে এসেও যদি গুলমার্গের মত ভূস্বর্গের জায়গায় বরফ না পরে তাহলে গ্রীষ্ম কাল এলে কি হবে। স্থানীয়দের পাশাপাশি মন খারাপ আগত পর্যটকদেরও।
FREE ACCESS