বিনোদন

প্রকাশ পেল ‘কলঙ্ক’-এর ট্রেলার, ফের ওয়েবে আসছে রাইমা

Kalanka web series

The Truth of Bengal: ওয়েব দুনিয়ায় প্রথমবার জুটি বাঁধতে চলেছেন রাইমা সেন ও ঋত্বিক চক্রবর্তী। সাহানা দত্তের পরিকল্পনায় ও অভিমন্যু মুখোপাধ্যায়ের পরিচালনায় আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘কলঙ্ক’। ‘হ্যালো’ ওয়েব সিরিজের পর এই ‘কলঙ্ক ওয়েব সিরিজে দেখা যাবে অভিনেত্রী রাইমাকে। অন্যদিকে, একাধিক ওয়েব সিরিজে দেখা গেলেও এই প্রথমবার রাইমার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা ঋত্বিক।

‘কলঙ্ক’ ওয়েব সিরিজে রাইমার নাম চৈতি এবং ঋত্বিকের নাম রঙ্গন। তাঁরা দুই সন্তানের বাবা মা। তাঁদের বৈবাহিক জীবনই তুলে ধরা হয়েছে সিরিজে। এরপর ঘটনার ঘনঘটায় রহস্যজনক মৃত্যুর ফলে চৈতি ও রঙ্গনের জীবনে নতুন কী মোড় নেয় তাই নিয়েই এগিয়েছে এই সিরিজের চিত্রনাট্য। থ্রিলারে ভরপুর এই সিরিজটিতে রাইমা ও ঋত্বিকের সঙ্গে দেখা যাবে গৌরব চক্রবর্তী, অম্বরীশ ভট্টাচার্য ও সৃজলা গুহকে।

সত্যি কথা বলা সহজ নাকি মিথ্যে কথা। কলঙ্ক সিরিজে এই দন্দ্বের সমাধান খুঁজতে ব্যস্ত থাকবে দর্শক। ঋত্বিক রাইমার বৈবাহিক জীবন নিয়ে এগোবে গল্প, যাঁদের মধ্যে বোঝাপড়াই ছিল মূল বিশ্বাস। তাঁদের সুখী বিবাহিত জীবনে একটিই চুক্তি ছিল, অন্য কারোর প্রেমে পড়লেও তারা একে অপরের কাছে মিথ্যা বলবে না। কিন্তু শেষ অবধি কি সেই কথা রাখতে পারবে রঙ্গন, চৈতি? সেই উত্তর দেবে কলঙ্ক।

Related Articles