
The Truth of Bengal: ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার অধীন তুলসিবনী, ধোবাসোল, বেনাগেড়িয়া,কোকুয়া, ভালুকখুলিয়া সহ একাধিক এলাকায় নয়াগ্রাম ও খড়গপুর আবগারী দপ্তরের আধিকারিক ও পুলিশের যৌথ উদ্যোগে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হয়।
ওই গ্রামগুলিতে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর চোলাই মদ ও মদ তৈরির উপকরণ নষ্ট করে দেয় আবগারি দফতর ও পুলিশ। বেআইনিভাবে গজিয়ে ওঠা চোলাই মদের ঠেক গুলিতে নয়াগ্রাম ও খড়গপুর আবগারি এবং পুলিশ দফতরের কর্মীরা গিয়ে তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযান চালিয়ে ২৬০ লিটার চোলাই মদ ও ৭২০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণসহ উদ্ধার করে নষ্ট করে দেওয়া হয়।
সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয় অ্যালুমিনিয়ামের ছয়টি হাঁড়ি। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আবগারি ও পুলিশ দফতরের কর্মীরা ওই গ্রাম গুলিতে যাওয়ার আগেই চোলাই মদের কারবারিরা এলাকা ছেড়ে পালিয়ে যায় । যার ফলে এই অভিযানে আবগারি ও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।