রাজ্যের খবর
Trending

‘কুম্ভমেলায় দরাজ, গঙ্গাসাগরকে বঞ্চনা’, কেন্দ্রের সমালোচনায় মুখ্যমন্ত্রী

Chief Minister Mamata Banerjee strongly criticized the Centre's stance on the Gangasagar Mela.

The Truth Of Bengal: কুম্ভমেলায় কেন্দ্র সাহায্য দেয়, আর গঙ্গাসাগরে মেলায় এক টাকাও সাহায্য দেয় না। কুম্ভমেলার সঙ্গে তুলনা টেনে গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রের অবস্থানের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে গঙ্গাসাগরে পৌঁছে মেলার আনুষ্ঠানিক সূচনা করে কেন্দ্রের বঞ্চনা নিয়ে এই ভাবে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার দুপুরে গঙ্গাসাগরে পৌঁছে মেলার সূচনা করে কেন্দ্রের বঞ্চনা নিয়ে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। কুম্ভমেলায় কেন্দ্র সাহায্য দেয়, আর গঙ্গাসাগরে মেলায় এক টাকাও সাহায্য দেয় না। কুম্ভমেলার সঙ্গে তুলনা টেনে গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রের অবস্থানের তীব্র সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী জানান, কুম্ভ মেলার থেকে গঙ্গাসাগর মেলা অনেক বড়। প্রতিবছর লক্ষ লক্ষ পুণ্যার্থী আসেন এই মেলায়। তবু কেন্দ্র আজও স্বীকৃতি দিল না। কুম্ভ মেলায় কেন্দ্র টাকা দেয়। অথচ আমাদের গঙ্গাসাগর মেলায় ১ পয়সাও দেয় না। কেন কুম্ভমেলায় চেয়ে গঙ্গাসাগর মেলাকে বড় বলছেন তার ব্যাখ্যাও দেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে তিনি জানান, কুম্ভ মেলায় ট্রেন এবং সড়ক পথে যাওয়ার ব্যবস্থা রয়েছে। কিন্তু গঙ্গাসাগর মেলায় আসার একমাত্র মাধ্যম জলপথ। ফলে এই মেলায় আসা অনেক কঠিন কাজ। আগে এখানে তেমন কিছুই ছিল না। এখন গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে সব ধরনের পরিকাঠামো গড়ে তুলেছে রাজ্য সরকার। পরিকাঠামোগত ভাবে যা যা গড়ে তোলা হয়েছে তার সব ব্যয় করেছে রাজ্য। কেন্দ্র এক পয়সাও দেয় না। আর গঙ্গাসাগর মেলা নিয়ে কেন্দ্রের এই অবস্থানের তীব্র সমালোচনা করেন মুখ্যমন্ত্রী।

তীর্থযাত্রীদের সমস্ত রকম সুযোগ-সুবিধা রাখা আছে মেলায়। পাশাপাশি গঙ্গাসাগরে কর্তব্যরত পুলিশ ও ভলান্টিয়ারদের জন্যও বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রী। মেলায় কর্তব্যরত পুলিশ, ভলান্টিয়ার ও সংবাদমাধ্যমের কর্মীদের জন্যও ৫ লক্ষ টাকার স্বাস্থ্য বিমা চালু করা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এখানে তীর্থযাত্রীদের সুবিধার জন্য ৩টি হেলিপ্যাড, এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থা আছে। খুব প্রয়োজনে যদি কাউকে দ্রুত কলকাতায় আনতে হয় তা হলে তার সমস্ত রকম ব্যবস্থা রাখা আছে। তা ছাড়া মেলাপ্রাঙ্গণে এসে কেউ অসুস্থ হয়ে পড়লে দ্রুত চিকিৎসারও বন্দোবস্ত করা হয়েছে। চিকিৎসা সরঞ্জাম থেকে নার্স, প্যারামেডিক্যাল কর্মীরা মোতায়েন থাকবেন। সমস্ত প্রস্তুতি সেরে রাখা হয়েছে গঙ্গাসাগরে। দেশের কাছে এখন গঙ্গাসাগর মেলার গুরুত্ব অনেকটাই বেড়েছে। বলা হয় সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। কিন্তু, এখন বলা হয়, গঙ্গাসাগরও বারবার। যে কথা প্রতিধ্বনিত হল মুখ্যমন্ত্রীর কণ্ঠেও।

Free Access

Related Articles