বিনোদন

২০২৫ সালেই বিয়ে করতে চলেছেন বনি-কৌশানি? জোর গুঞ্জন টলিপাড়ায়

 

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও কৌশানী মুখোপাধ্যায়। ২০২৫ সালের শেষের দিকে তাঁদের বিয়ে হতে চলেছে বলে খবর। বনি নিজেই এই খবর নিশ্চিত করেছেন।

এই সময় ডিজিটালকে বনি বলেন, “২০২৪ সালে আমাদের বিয়ের কোনও প্ল্যান নেই। তবে ২০২৫ সালের শেষের দিকে বিয়ে করার একটা ভাবনাচিন্তা করছি। দুজনের বাড়ি থেকেই বিয়ের সিদ্ধান্তটা আমাদের উপরই ছেড়ে দিয়েছে। কাজের শিডিউল বুঝে প্ল্যানিংটা করতে হবে। সেই সময় বেশ কয়েকদিন ছুটি লাগবে। আর ২০২৫-এর শেষে অর্থাৎ শীতে বিয়ে করার বিশেষ কারণটা হল ভারী জামাকাপড় পরতে কোনও কষ্ট হবে না।”

বনি আরও বলেন, “বিয়ের পাকা কথা হতে দেরি আছে। আপাতত আমরা দুজনে এটা প্ল্যানিং করেছি। আরও একটা ইচ্ছে রয়েছে ডেস্টিনেশন ওয়েডিংয়ের। আমরা দুজনেই এটা ভীষণ পছন্দ করি। তবে দেখা যাক শেষ পর্যন্ত কী হয়।”

বনি ও কৌশানী ২০১৫ সালের ছবি “পারব না আমি ছাড়তে তোকে”-তে প্রথম একসঙ্গে অভিনয় করেন। এরপর থেকে তাঁদের জুটি দর্শকদের কাছে বেশ জনপ্রিয়। দুজনে একসঙ্গে একাধিক ছবিতে অভিনয় করেছেন।

Related Articles