দেশ
Trending

ভূমিকম্পে বিধ্বস্ত জাপান, দুঃসময়ে পাশে দাঁড়ালো ভারত

Earthquake-ravaged Japan, India stood by in difficult times

The Truth Of Bengal: নতুন বছরের শুরুতেই জাপানে ভয়াবহ ভূমিকম্প। ভূমিকম্পের জেরে মৃত ও আহতের সংখ্যা বহু। এই দুঃসময়ে জাপানের পাশে দাঁড়ালো ভারত। সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়ে জাপান প্রধান মন্ত্রী ফুমিও কিসিদাকে চিঠি লিখলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বছরের প্রথম দিনেই ভয়াবহ ভূমিকম্পে বিপর্যস্ত জাপান। এই বিপর্যয়ের সময়ে জাপানের পাশে দাঁড়ালো ভারত। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিসিদাকে সমস্ত রকম সাহায্য দানের আশ্বাস দিয়ে চিঠি লিখে পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভূমিকম্পের ফলে লাফিয়ে লাফিয়ে বেড়েছে জাপানে মৃতের সংখ্যা।  সেই নিয়েও প্রধানমন্ত্রী শোক প্রকাশ করেছেন। ভারত জাপানকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত। জাপানের সঙ্গে ভারতের বহু আগে থেকেই সুসম্পর্ক রয়েছে । সেই সম্পর্কের সুবাদে জাপানের দুর্দিনে জাপানের পাশে দাঁড়ালো ভারত।

প্রসঙ্গত, বছরের শুরুতেই জাপানের নোতো উপদ্বীপে ভয়ঙ্কর ভূমিকম্প হয়। ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৬। ১৫৫ বার অনুভূত হয় কম্পন। মৃত ও আহতের সংখ্যা বহু। এখনও পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে বাসিন্দাদের চাপা পরে যাওয়ার আশঙ্কা। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইশিকাওয়া অঞ্চলে। ওয়াজমা শহরে ভেঙে গুড়িয়ে গেছে প্রায় ২৫ টির মত ঘর বাড়ি। আসাইচি পর্যটনকেন্দ্রে প্রায় ২০০ টির মত বাড়ি ও দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের জেরে একাধিক এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জলের সমস্যা দেখা দিয়েছে জাপানের একধিক অঞ্চলে। এই পরিস্থিতির মোকাবিলা করতেই জাপানের পাশে ভারত।

Free Access

Related Articles