
The Truth of Bengal: জঙ্গলের ভিতরে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। মৃত মহিলার নাম লুৎফা বেগম (৩২)। তিনি মাল ব্লকের কুমরপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ গোটা এলাকা।
জানা যায়, শুক্রবার বিকেলে বড়দিঘি বিটের এসএস ৩ কম্পার্টমেন্টের জঙ্গলে ওই মহিলা জ্বালানি সংগ্রহ করতে যান। সেসময় কোনোভাবে ওই মহিলা হাতির সামনে পড়েন। হাতি তার ওপর চড়াও হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় ঐ মহিলার।
শুক্রবার সন্ধ্যায় খবর পেয়ে লাটাগুড়ি রেঞ্জ অফিসার শুভ্র শঙ্কু দত্ত সহ মেটেলি থানার পুলিশ জঙ্গলের ভিতরে গিয়ে মহিলার দেহ উদ্ধার করে নিয়ে আসে। দেহ ময়নাতদন্তের জন্য শনিবার জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হবে।
Free Access