টিআরপি তলানিতে, শেষমেষ কি বন্ধ হতে চলেছে অনুরাগের ছোঁয়া? জল্পনা তুঙ্গে!

স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’। বিগত প্রায় ১১ মাস বেঙ্গল টপার ছিল এই সিরিয়াল। কিন্তু এই সপ্তাহের টিআরপি তালিকায় ৫ নম্বরে নেমে গেছে। এর কারণ অবশ্যই দুর্গা পুজো ও চলতি বিশ্বকাপ। এই দুটি কারণেই ধারাবাহিকগুলির টিআরপি কমেছে।
‘অনুরাগের ছোঁয়া’ ধারাবাহিকটি দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে। ইতিমধ্যেই দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে এই সিরিয়াল। পাশাপাশি সিরিয়ালের মাধ্যমে যেভাবে একজন শ্যামবর্ণ মেয়ের জীবন সংগ্রামের কাহিনী ফুটিয়ে তোলা হচ্ছে ছোটপর্দায় তা দারুণ পছন্দ হয়েছে বাংলা সিরিয়াল প্রেমী ও নেটিজেনদের।
এই মুহূর্তে যদিও ‘অনুরাগের ছোঁয়া’র গল্প চলছে ঢিমেতালে। দুই মেয়ের কাস্টডি পাওয়া নিয়ে সূর্য আর দীপার মধ্যে চলছে কোর্ট কেস। জল্পনা, কেউ একজন কাস্টডি পেলেই বন্ধ হয়ে যাবে সিরিয়াল। অন্যদিকে, কম টিআরপি আরও উস্কে দিয়েছে এই জল্পনা।
তবে আরও একটি খবর ঘুরে বেড়াচ্ছে স্টুডিও পাড়ায়। ‘অনুরাগের ছোঁয়া’ বন্ধ হয়ে গেলেও শীঘ্রই আসবে পার্ট ২। কী হতে চলেছে পার্ট -এর গল্প?