রাজ্যের খবর
Trending

শিলিগুড়ি শহরে চুরি চক্রের পান্ডা গ্রেফতার পুলিশের হাতে, বড় সাফল্য পেল ভক্তিনগর থানা

Bhaktinagar police station got big success in Siliguri city arresting Panda of theft ring

The Truth OF Bengal: শিলিগুড়ি শহরের বিভিন্ন থানা এলাকা থেকে চুরি যাচ্ছিল একের পর এক স্কুটি ও মোটরবাইক। এই ঘটনা শিলিগুড়ি পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে স্কুটি এবং মোটরবাইক চুরি চক্রকে পাকড়াও করতে হাজারো চেষ্টা চালাচ্ছিল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিএশের বিভিন্ন থানার পুলিশ।

অবশেষে স্কুটি এবং মোটর বাইক চুরি চক্রের পান্ডাদের গত শনিবার ধরতে সমর্থ্য হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশ। নিউ জলপাইগুড়ি থানা এলাকা থেকে গ্রেপ্তার হয় তিন অভিযুক্তদের। ধৃতদের গ্রেপ্তার করে তাদের হেফাজত থেকে উদ্ধার হয় চারটি চুরি যাওয়া স্কুটি। এরপর গত রবিবার আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার পর ধৃতদের জিজ্ঞাসাবাদ করে আরো বড় সাফল্য পেল ভক্তিনগর থানার পুলিশ।

শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে মোট ৭টি স্কুটি উদ্ধার করল ভক্তিনগর থানার পুলিশ। ঘটনায় যুক্ত আরও তিনজনকে গ্রেফতার করে। ধৃতদের নাম শিবু বাড়ুই,মোহাম্মদ হাবু এবং মোহাম্মদ রাজ্জাক। ধৃত তিনজনের বাড়ি নিউ জলপাইগুড়ি থানা এলাকার বাসিন্দা। বুধবার ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠিয়েছে। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

Free Access

Related Articles