বিনোদন

শিলাজিৎ-এর গান শুনতে এসে কী করলেন এই অনুরাগী? ভাইরাল হলো ভিডিও

 

কলকাতায় শিলাজিৎ-এর গানের আসর বসেছিল গতকাল। সেই আসরে উপস্থিত ছিলেন শহরের নানা প্রান্ত থেকে আসা হাজার হাজার মানুষ।আসরের শুরুতেই শিলাজিৎ-এর কণ্ঠে বাজতে থাকে ঝিন্টি তুই বৃষ্টি হতে পারতিস। গানটি শুনে দর্শকদের মধ্যে এক ঝলক উচ্ছ্বাস দেখা যায়। এরপর গান গেয়ে গেয়ে শিলাজিৎ দর্শকদের মন জয় করে নেন।

শিলাজিৎ-এর গানে আছে ভালোবাসার সুর, আছে বেদনার সুর, আছে প্রকৃতির সুর। তাঁর গানের কথা, ছন্দ, সুর সবদিক থেকেই নজরকাড়া।
আসরে উপস্থিত দর্শকদের অনেকেই বলেন, শিলাজিৎ-এর গান শুনলে মনে হয় যেন ভালোবাসা, বেদনা, প্রকৃতি সবকিছুই একসাথে হয়ে উঠছে।

আসরের শেষে শিলাজিৎ দর্শকদের উদ্দেশ্যে বলেন, “আমি আপনাদের ভালোবাসার জন্য কৃতজ্ঞ। আপনারা আমাকে এতটা ভালোবাসবেন তা আমি কখনও ভাবিনি।”
শিলাজিৎ-এর গানের আসর কলকাতাবাসীদের জন্য এক অসাধারণ উপহার ছিল। এই আসর থেকে দর্শকরা শিলাজিৎ-এর গানের ভালোবাসা আরও একবার অনুভব করতে পেরেছিলেন।

Related Articles