কলকাতারাজ্যের খবর
Trending

শীর্ষ আদালতে স্থগিত কামদুনি মামলার শুনানি, মামলায় জড়িত সব পক্ষকে নোটিস দিয়ে জবাব তলব আদালতের

Supreme Court adjourned Kamduni case hearing, court summons response by giving notice to all parties involved in the case

The Truth Of Bengal: স্থগিত কামদুনি মামলার শুনানি। নোটিস দিয়ে মামলায় জড়িতদের জবাব তলব করলো শীর্ষ আদালত।দোষীদের ফের গ্রেফতারের নির্দেশ জারিতে নারাজ সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার ছিল সুপ্রিমকোর্টে কামদুনি মামলার শুনানি । সুপ্রিম কোর্টে সেই কামদুনি মামলার শুনানি স্থগিত। মামলার সঙ্গে জড়িত সবাইকে নোটিস দিয়ে জবাব চাইল সর্বোচ্চ আদালত। কামদুনিতে মৃতার পরিবারের পক্ষ থেকে রাজ্য এবং আট অভিযুক্তর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছিল । কামদুনি মামলায় সুবিচার চেয়ে দিল্লি গিয়েছিলেন মৃতার পরিবার এবং প্রতিবাদীরা। সেই মামলার শুনানি ছিল। কিন্তু শুনানি স্থগিত হয়ে গেল আপাতত।

জানা গিয়েছে, হলফনামা পাওয়ার পরি পরবর্তী শুনানির দিন ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। এদিন বিচারপতি বি আর গাভাই এবং সন্দীপ মেহেতার এজলাসে শুনানি ছিল।  এদিনের শুনানির শুরুতে কামদুনির নির্যাতিতার পরিবারের তরফে একটি পৃথক  SLP  জমা করা হয়। নির্যাতিতার পরিবারের বক্তব্য, আট অভিযুক্তের পাশাপাশি রাজ্য সরকারকেও জবাবদিহি করতে হবে। তার প্রেক্ষিতে শীর্ষ আদালতে আবেদন জানান তাঁরা।

Free Access

Related Articles