খেলা
Trending

নতুন বছরে টিম ইন্ডিয়ার ম্যাচের সূচি, ১২ বছর পর টেস্ট ম্যাচে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড

Team India match schedule in New Year, England will face India in a Test match after 12 years

The Truth Of Bengal:  নতুন বছরে কটি ম্যাচ খেলবে বিরাট বাহিনী। জানুয়ারি মাসে ভারতের মাটিতে ১২ বছর পর টেস্ট ম্যাচে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। এক নজরে দেখে নেওয়া যাক গোটা বছরজুড়ে ভারতের ম্যাচের সূচি।

২০২৩ সাল শেষ, এবার ২০২৪ সালের শুভারম্ভ। গতবছরেও যেমন ক্রিকেট বিশ্বকাপ ছিল, এবারেও ঠিক তেমনই রয়েছে টি-২০ বিশ্বকাপ৷ ওই ইভেন্টকে ঘিরে প্রতিটি দলের প্রস্তুতি শুরু। এবার দেখার বিষয়ে ভারতীয় দলের প্রস্তুতি কতটা। টি-২০ বিশ্বকাপের আগে একটি মাত্র টি-২০ সিরিজ খেলার কথা রয়েছে তাদের। এবার উঠে এল ২০২৪ সালে ভারতীয় ক্রিকেটের সময়সূচি।প্রতিবছরের ন্যায় এবারের ভারতীয় ক্রিকেটের সময়সূচি ব্যস্ত। ঘরোয়া ও বাইরের সিরিজ, এছাড়া আইপিএল ও টি-২০ বিশ্বকাপে ঠাসা সময়সূচি। চলতি দক্ষিণ আফ্রিকা সফরের আর একটি মাত্র টেস্ট বাকি রয়েছে। সেটি খেলা হবে ৩ জানুয়ারি থেকে।

দেশে ফিরে আফগানিস্তানের বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। সিরিজটি শুরু হবে ১১ জানুয়ারি থেকে, যা চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত।এরপর ২৫ জানুয়ারি থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ৫ ম্যাচের ঐতিহাসিক টেস্ট সিরিজ। যা চলবে ১১ মার্চ পর্যন্ত। তারপরেই রয়েছে বিশ্বের জনপ্রিয় লিগ আইপিএল । যা চলবে ২৩ মার্চ থেকে ২৯ মে পর্যন্ত। আইপিএল শেষ হতেই টি-২০ বিশ্বকাপ খেলতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে রওনা দেবে ভারতীয় দল। ম্যাচ শুরু হবে ৪ জুন থেকে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

তারপরেই জুলাই মাসে শ্রীলঙ্কার মাটিতে তাদের ৩ ম্যাচের ওডিআই এবং টি-২০ সিরিজ খেলবে ভারত। ওই সফর শেষ হয়ে বেশ কিছুটা সময় ফাঁকা রয়েছে। ভবিষ্যতে সেখানে কোনো সিরিজ কিংবা ইভেন্টের পরিকল্পনা থাকতে পারে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এরপরেই সেপ্টেম্বর মাসে বাংলাদেশ আসবে ভার‍ত সফরে, যেখানে রয়েছে ২ টি টেস্ট এবং ৩ টি টি-২০ ম্যাচ। অক্টোবরেরও বেশ কিছুটা সময় নেবে এই সিরিজ। এই সিরিজের পর অক্টোবর-নভেম্বর মাসে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তারপরেই নভেম্বর-ডিসেম্বর মাসে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পারি দেবে ভারতীয় দল।

Free Access

Related Articles