
The Truth of Bengal: সরকারি কর্মীদের চিকিৎসা সুবিধা আরও উন্নত করতে নবান্নের বড় ঘোষণা। এবার থেকে সরকারি কর্মচারীদের জন্য এসএসকেএম-এ ক্যাশলেস চিকিৎসা চালু হচ্ছে।
সরকারি কর্মচারীদের স্বাস্থ্য প্রকল্পের আওতায় এবার থেকে এসএসকেএম-এ ক্যাশলেস চিকিৎসা চালু হচ্ছে। এই প্রকল্পের আওতায় সরকারি কর্মচারীরা এসএসকেএম-এর যেকোনো বিভাগে চিকিৎসা নিতে পারবেন। চিকিৎসার খরচ সরকার বহন করবে।
এই প্রকল্পের আওতায় চিকিৎসাধীন রোগীদের জন্য ওষুধ, খাওয়ার খরচ এবং আয়ার খরচও সরকার বহন করবে। তবে, চিকিৎসার খরচ যদি ২ লক্ষ টাকার ওপরে হয়, তাহলে বড় কেবিনের জন্য প্রতিদিন ৪ হাজার টাকা, একক ছোট কেবিনের জন্য প্রতিদিন ২ হাজার ৫০০ টাকা এবং দ্বিশয্যা যুক্ত বড় কেবিনের জন্য প্রতিদিন ২ হাজার টাকা দিতে হবে।
এই প্রকল্পের মাধ্যমে সরকারি কর্মচারীদের চিকিৎসা সুবিধা আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে সরকারি কর্মচারীদের চিকিৎসার খরচ অনেকাংশে কমবে বলে মনে করা হচ্ছে।