বিনোদন

ফেলুদা বানাচ্ছেন দিবাকর ব্যানার্জি, মুখ্য ভূমিকায় দেখা যাবে অভয় দেওলকে? জল্পনা তুঙ্গে!

 

বাঙালির প্রিয় গোয়েন্দা চরিত্র ব্যোমকেশ বক্সীর পরই সম্ভবত স্থান সত্যজিৎ রায়ের সৃষ্ট ফেলুদা। ব্যোমকেশ বক্সীর উপরে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ‘ব্যোমকেশ রিডিং’ ছবিটি অনেকের কাছেই সমাদৃত হয়েছে। তাই দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ফেলুদা নিয়ে ছবি বানানোর ইচ্ছা থাকবে এটাই স্বাভাবিক।

সম্প্রতি এক সাক্ষাৎকারে দিবাকর বন্দ্যোপাধ্যায় জানান, তিনি ফেলুদা নিয়ে ছবি বানানোর কথা বহুবার ভেবেছেন। তাঁর কথায়, “ভেবেছিলাম করব। অভয় দেওলকে দিয়ে এই চরিত্রে অভিনয় করানোর কথাও ভেবেছিলাম। ছোটবেলায় যখন ফেলুদা পড়তাম, সব গল্পে একটা ১৩-১৪ বছরের ছেলেকে দেখা গিয়েছে। সেখানেন অনেক কিছু নজরে এসেছে, যা কিনা জীবনে ভোলা যায় না।”

তিনি আরও জানান, বাংলায় সমস্ত ফেলুদা পড়েছেন তিনি। ইংরেজি জানতেন না। ফেলুদা পড়েই তিনি জেনেছিলেন টেলিপ্যাথি সম্পর্কে। সত্যজিতের ‘চারুলতা’, ‘মহানগর’, ‘জলসাঘর’, ‘পথের পাঁচালী’ দিবাকরের প্রিয় ছবিগুলির মধ্যে অন্যতম।

দিবাকর বন্দ্যোপাধ্যায়ের ফেলুদা নিয়ে ছবি হয়নি, এটা অনেকের কাছেই আফসোসের বিষয়। তবে দিবাকর বন্দ্যোপাধ্যায়ের কথায়, পরিস্থিতির চাপে সেই প্রজেক্টটি নিয়ে এগোনো হয়নি।

Related Articles