রাজ্যের খবর

উত্তর ২৪ পরগনার জন্য নয়া কোর কমিটি গঠন করছেন মুখ্যমন্ত্রী, কারা থাকছেন সেই তালিকায়?

New core committee for North 24 Parganas

The Truth Of Bengal : জেলার অন্যতম বড় নেতা জ্যোতিপ্রিয় মল্লিক। সংগঠনের একটা বড় অংশ তিনি দেখতেন। প্রাক্তন খাদ্যমন্ত্রী এখন জেলবন্দি। এমন অবস্থায় জেলার রাশ কার্যত নিজের হাতে তুলে নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর ২৪ পরগনা জেলার জন্য নতুন কোর কমিটি গঠন করে দিয়ে বলে দিয়েছেন ঝগড়াঝাটি একেবারেই বরদাস্ত করা হবে না।

দেগঙ্গায় দলীয় কর্মিসভার মঞ্চে দাঁড়িয়ে জেলার নেতাদের কার্যত হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।নেতাদের মঞ্চে বসিয়ে এমনই নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্মল ঘোষকে চেয়ারম্যান করে তৈরি করা কমিটিতে আছেন শোভনদেব চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, রথীন ঘোষ, সুজিত বসু, নারায়ণ গোস্বামী, তাপস রায়, বীণা মণ্ডল, বিশ্বজিৎ দাস, নুরুল ইসলাম, মমতাবালা ঠাকুর, গোপাল শেঠ, সুরজিৎ বসু, সুকুমার মাহাতো, তাপস দাশগুপ্ত, গোবিন্দ দাস, রফিকুল ইসলাম-সহ বেশ কয়েকজন।

এছাড়াও আমন্ত্রিত সদস্য হিসেবে জায়গা পেয়েছেন অনেক বিধায়ক। এদিন দলের কর্মীসভায় দলের কোন্দল মেটানোর ওপর বেশি জোর দেন মমতা।

 

FREE ACCESS

Related Articles