কলকাতারাজ্যের খবর

৭ জানুয়ারি থেকে শুরু গঙ্গাসাগর মেলা, গঙ্গারতির ধাঁচে সাগর আরতি,ভিড় সামলাতে এক ডজন মন্ত্রী

Gangasagar Mela

The Truth of Bengal: আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। ইতিমধ্যেই রাজ্য প্রশাসন চূড়ান্ত প্রস্তুতি সেরে ফেলেছে। মেলা সুষ্ঠুভাবে ও নির্বিঘ্নে সম্পন্ন করতে উচ্চ পর্যায়ের বৈঠক সংঘটিত হয়েছে। এবার গঙ্গাসাগর মেলায় বিশেষ আকর্ষণ হতে চলেছে মহাসাগর আরতি। আগামী ১২, ১৩ ও ১৪ জানুয়ারি এই তিন দিন ধরে চলবে এই আরতি। গঙ্গারতির ধাঁচে হবে এই সাগর আরতি। লক্ষ লক্ষ মানুষ গঙ্গাসাগর মেলায় যোগ দেবেন। যেকোনো ধরনের অপ্রীতিকার ঘটনা রুখতে প্রশাসন সদা সতর্ক থাকছে। গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে পরিচালনা করতে ইতিমধ্যেই দায়িত্বভার বন্টন করে দেওয়া হয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে গঙ্গাসাগর মেলায়।

রাজ্য ও জেলা প্রশাসনের শীর্ষ কর্তারা থাকবেন মেলার দায়িত্বে। এছাড়াও রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্যকে গঙ্গাসাগর মেলায় বিভিন্ন দায়িত্ব বন্টন করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য মন্ত্রিসভার প্রায় এক ডজন মন্ত্রী থাকবেন গঙ্গাসাগর মেলার বিভিন্ন দায়িত্ব পালনে। এছাড়াও থাকবেন জনপ্রতিনিধিরা বিভিন্ন দায়িত্বে। আধিকারিকদের মধ্যে জ্ঞানবন্ত সিং থাকবেন কচুবেড়িয়ার দায়িত্বে। লট এইটে থাকবেন মনোজ ভার্মা।

ভিড় সামলাতে এবং মন্দির চত্বরের আইন শৃঙ্খলা রক্ষায় দায়িত্বে থাকছেন রাজ্য পুলিশের শীর্ষ দুই আধিকারিক। পুণ্যার্থীদের যাতায়াতের সুবিধার জন্য বাড়ানো হচ্ছে বাসের সংখ্যা। মোট ২২৫০ টি সরকারি বাস, ৩২টি ভেসেল, ১০০টি লঞ্চ ব্যবহার করা হবে গঙ্গাসাগরে কপিল মুনির মন্দিরে পুনার্থীদের পৌঁছে দেওয়ার জন্য। জোর দেওয়া হয়েছে অগ্নিনির্বাপন ব্যবস্থায়। থাকছে ১৩ টি অস্থায়ী ফায়ার স্টেশন। এছাড়াও ৫০টি মোটরসাইকেল ফায়ার অপারেটর থাকবেন মেলা চত্বরে।

Related Articles