খেলা

নামেই মাঠ কাঁপাচ্ছেন মহাত্মা গান্ধী

Mahatma Gandhi

The Truth of Bengal,Mou Basu: লাতিন আমেরিকার দেশ ব্রাজিলের কথা বললেই চোখের সামনে ভেসে ওঠে ফুটবলের কথা। সাম্বার ফুটবল ছন্দে মাতোয়ারা আপামর বিশ্ববাসী। সেই ব্রাজিলেরই ফুটবল মাঠ কাঁপাচ্ছেন মহাত্মা গান্ধী। হ্যাঁ ঠিকই শুনেছেন। বছর ৩১-এর ফুটবলার মহাত্মা গান্ধী ব্রাজিলের ফুটবল ক্লাব ত্রিনদাদে (Trindade)-এর মিডফিল্ডার হিসাবে খেলেন। উইলিয়াম শেক্সপিয়ার লিখেছিলেন, ‘নামে কী এসে যায়’, কিন্তু নামের জোরেই আজ খবরের শিরোনামে উঠে এসেছেন ব্রাজিলের ফুটবলার মহাত্মা গান্ধী। তাঁর পুরো নাম মহাত্মা গান্ধী হেবেরপিও ম্যাটোস পিরেস। ২০১১ সাল থেকে পেশাদারি ফুটবলের জগতে আত্মপ্রকাশ ঘটে মহাত্মা গান্ধীর।

ওই বছর তিনি ব্রাজিলের ফুটবল ক্লাব অ্যাটলেটিকো ক্লাব গোয়ানিয়েজের হয়ে খেলতে শুরু করেন। তাৎপর্যপূর্ণ ভাবে জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে ‘সব খেলার সেরা’ ফুটবলের সম্পর্ক আছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, ১৮৯৩ থেকে ১৯১৫ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় থাকাকালীন ‘প্যাসিভ রেসিসটার্স ফুটবল ক্লাব’-এর ৩টি দল গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন গান্ধীজী। তাঁর প্রতিষ্ঠিত ৩টি ফুটবল ক্লাব এখনো আছে দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গ, প্রিটোরিয়া আর ডারবান শহরে।

১৮৯৬ সালে প্রতিষ্ঠিত ট্রান্সভাল ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন গান্ধীজী। মহাত্মা গান্ধীই প্রথম নন। ব্রাজিলীয় ফুটবল জগতে অনেক সময়ই বিখ্যাত ব্যক্তিদের নামে বা অদ্ভুত নামের নামাঙ্কিত ফুটবলার নজর কেড়েছেন। জন লেনন সিলভা স্যান্টোস, বেন হুর মোরেইরা পেরেস, মসকুইটো, মার্লন ব্রান্ডোর মতো অদ্ভুত নামের ফুটবলারদের খেলতে দেখা গেছে ব্রাজিলের বিভিন্ন দলে।

Related Articles