
The Truth of Bengal: বড়দিনের ছুটি। কাছেপিঠে ঘুরতে যাওয়ার এখন আদর্শ জায়গা উত্তর ২৪ পরগনার হাসনাবাদের টাকি। শীতের মরসুমে এখন প্রতিবছর এখানে মানুষের ঢল নামে। এখানে নদীর পাড়ে দাঁড়িয়ে দেখা যায় প্রতিবেশী বাংলাদেশ। বড়দিনের টাকি পর্যটকদের কাছে বাড়তি পাওনা নলেন গুড়ের পাটালি আর খেজুরের রস। সেই সঙ্গে পর্যটকরা কিনে নিয়ে যাচ্ছেন এখানকার বিখ্যাত গামছা। টাকিকে ইতিমধ্যে কিছু কিছু দর্শনীয় জায়গাকে হেরিটেজ ঘোষণা করেছে ইউনেস্কো। তাই টাকি পর্যটন কেন্দ্র রাজ্য ছাড়িয়ে ভিনরাজ্য এমনকী বিদেশি পর্যটকদের কাছে একটা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের ভারত-বাংলাদেশ সীমান্তের টাকি পর্যটন কেন্দ্র ইতিমধ্যে বিশ্বের ভৌগোলিক মানচিত্রে জায়গা করে নিয়েছে। ইছামতী নদীর পাড়ে টাকি পর্যটন কেন্দ্রের কাছে বাড়তি অনুভূতি আবেগের। কারণ ওপার বাংলাকে দেখা যায় এপার থেকে। তাই বড়দিনের সকাল থেকে একদিকে ইছামতিতে নৌকা বিহার, অন্যদিকে সুন্দরবনের মধ্যে মিনি সুন্দরবন। সেইসঙ্গে প্রাচীন রাজবাড়িগুলিতে ভিড় জমিয়েছে ভ্রমণ পিপাসু মানুষ।
সকালে টাকিতে এসে সারাদিন উপভোগ করে দিনের শেষে বাড়ি ফিরে যাওয়ার সময় অধিকাংশ কিনে নিয়ে যান টাকির বিখ্যাত নলেন গুড়ের পাটালি। এখানকার বিখ্যাত মুন্সির গামছা যা পর্যটকদের কাছে বাড়তি পাওনা। অনেকে সেই গামছা কিনে নিয়ে যান এখান থেকে। সব মিলিয়ে বড়দিনে জমাট হয়ে উঠেছে বিখ্যাত পর্যটনকেন্দ্র টাকি।