বিনোদন

অনুপম রায়ের কন্ঠে এলো বাউন্ডুলে ঘুড়ির নতুন ভার্সন! শুনেছেন কি আপনি?

 

প্রেম হলো এক অপূর্ব অনুভূতি। এই অনুভূতির প্রকাশ ঘটে নানাভাবে। কখনও তা গান, কখনও ছবি, কখনও আবার কবিতায়। চলতি বছরের অন্যতম হিট বাংলা গানের মধ্যে ‘বাউন্ডুলে ঘুড়ি’ অন্যতম। এই গানটিতে প্রেমের এক নতুন মাত্রা প্রকাশ পেয়েছে।

এই গানটির সুরকার হলেন অনুপম রায়। তিনি এবার এই গানের কম্পোজার ভার্সান প্রকাশ করতে যাচ্ছেন। গানটি প্রকাশ করবে এসভিএফ মিউজিক।

অনুপম রায় বলেন, “‘বাউন্ডুলে ঘুড়ি’ গানটি আমার কাছে খুবই প্রিয়। এই গানটির কম্পোজার ভার্সান প্রকাশ করতে পেরে আমি খুবই খুশি। নতুন এই ভার্সানে একটা নতুনত্ব রয়েছে। এই গানটিতে নিজেকে ভালোবাসার কথা বলা হয়েছে। আশা করি শ্রোতারা এই গানটি পছন্দ করবেন।”

‘বাউন্ডুলে ঘুড়ি’ গানটিতে অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে প্রেমের এক অপূর্ব বার্তা ফুটে উঠেছে। এই গানটি শ্রোতাদের মুখে মুখে ফিরছে। তাই নতুন এই ভার্সানটিও শ্রোতাদের মনে দাগ কাটবে বলে আশা করা যায়।

Related Articles