বিনোদন

মেয়ের সমালোচনা হলে সব বাবারই খারাপ লাগে, কিন্তু আমার কিছু করার নেই! সোশ্যাল মিডিয়ায় জানালেন অজয় দেবগন

 

বলিউডের তারকা দম্পতি অজয় দেবগন এবং কাজলের মেয়ে নিসা দেবগন। মাত্র ১৯ বছর বয়সেই সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় তিনি। তার পোশাক, পার্টি, ব্যক্তিগত জীবন নিয়ে সবসময়ই আলোচনায় থাকেন নিসা। তার এই জীবনযাপনের কারণে সোশ্যাল মিডিয়ায় অনেক সময়ই তাকে ট্রোল করা হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তার বাবা অজয় দেবগন নিসার সমালোচনা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, “নিসার সমালোচনায় আমরা কষ্ট পাই। কিন্তু কিছু করার নেই। সোশ্যাল মিডিয়ায় কেউ আপনাকে ভালো না বললেই আপনি খারাপ নন। বরং ভালো কিছু করলেও কেউ পড়তে চাইবে না।”

অজয় দেবগন আরও বলেন, “নিসা এখনও তরুণ। সে তার জীবন উপভোগ করতে চায়। আমরা তাকে স্বাধীনতা দিয়েছি। সে যেভাবে খুশি সেভাবে চলুক।”

নিসা দেবগন এখনও বলিউডে অভিষেক করেননি। তবে তার অভিষেকের অপেক্ষায় রয়েছেন অনেক ভক্ত।

Related Articles