উইকেন্ড ট্রিপে অযোধ্যা পাহাড়, শহুরে কোলাহল থেকে রেহাই পেতে অফবিট গন্তব্যের ঠিকানা
A weekend trip to Ayodhya Hills, an offbeat destination to escape the urban hustle and bustle

The Truth Of Bengal: শীতকাল পড়তেই ভ্রমণপিপাসু বাঙালি উইকএন্ডে ঘুরতে বেরিয়ে পড়ে।তাই দেরি না করে চটপট ঘুরে আসুন পুরুলিয়ার মনোরম পর্যটন কেন্দ্র অযোধ্যা পাহাড় থেকে।পাহাড়টি দলমা পাহাড়ের অংশ বিশেষ হলেও এর সৌন্দয্য অপরিসীম। হাতের কাছের একটি সপ্তাহান্তের গন্তব্য হতেই পারে এই অযোধ্যা পাহাড় ও তার কিছু দর্শনীয় স্থান।
অযোধ্যা পাহাড় পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত একটি দর্শণীয় স্থান। এটি দলমা পাহাড়ের একটি অংশ ও পূর্বঘাট পর্বতমালার একটি সম্প্রসারিত অংশ বিশেষ। বাঘমুন্ডি এই পাহাড়ের নিকটস্থ একটি শহর। অযোধ্যা পাহাড় ট্রেকিং করার একটি আদর্শ স্থান। এই অঞ্চলটি ছোটো নাগপুর মালভূমির সবচেয়ে নিচু ধাপ। বাঘমুন্ডি বা অযোধ্যা পাহাড়ের আশেপাশের অঞ্চলটি হল একটি সম্প্রসারিত মালভূমি।
দুটি পথে অযোধ্যা পাহাড়ে যাওয়া যায়। একটি ঝালদা হয়ে এবং অন্যটি সিকরাবাদ হয়ে। এখানে একটি ফরেস্ট রেস্ট হাউসও আছে। গোরগাবুরু ,মায়ুরি ইত্যাদি অযোধ্যা পাহাড়ের কয়েকটি শৃঙ্গ। তবে, অযোধ্যা পাহাড়ের উচ্চতম শৃঙ্গটি হল চেমটোবুরু।
অযোধ্যা পাহাড়ের চারপাশে বেশ কিছু দর্শনীয় স্থান রয়েছে। যেগুলো আপনার চোখ টানতে বাধ্য করবে। যার মধ্যে রয়েছে বামনি জলপ্রপাত,মার্বেল লেক,পাখি পাহাড় প্রভৃতি। এগুলোই অযোধ্যা পাহাড়ে সেরা কয়েকটি টুরিস্ট স্পট হিসেবে চিহ্নিত। সুন্দরী অযোধ্যার অন্যতম টুরিস্ট স্পট হল মার্বেল লেক। এই মার্বেল লেক সম্পূর্ণই প্রকৃতির দান। এর অপরূপ সৌন্দর্য দেখতে বহু মানুষ ভিড় জমান। পুরুলিয়ার একটি বিখ্যাত জলপ্রপাত এটি। এর অপরূপ সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে তুলবে। ফটোসেশনের জন্য সবচেয়ে সেরা জায়গা এটি।
আপার ড্যাম -ভৌগোলিক দিক থেকেও এই ড্যাম খুবই গুরুত্বপূর্ণ। এই ড্যামের সৌন্দর্য উপভোগ করতে ও এর সানসেট দেখতে বহু পর্যটক ভিড় জমান এই জায়গায়। আপার ড্যামের জল বিদ্যুৎ তৈরিতে ব্যবহৃত হয়। পাখি পাহাড় -পুরুলিয়া বেড়াতে এলে অতি অবশ্যই আপনাকে আসতে হবে পাখি পাহাড়ে। এখানে পাথুরে ক্যানভাস আপনার মন জুড়িয়ে দেবে। পুরুলিয়ার দর্শণীয় স্থানগুলোর মধ্যে অত্যন্ত পরিচিত চরিদা গ্রাম। পুরুলিয়ার ঐতিহ্য হল বিখ্যাত ছৌ নাচ। ছৌ-এর বিখ্যাত মুখোশ তৈরি করা হয় অযোধ্যা পাহাড়ের নিকটবর্তী চরিদা গ্রামে।এখানে তৈরি এই মুখোশের কারণে চরিদাকে চলতি কথায় “মুখোস গ্রাম” বলা হয়ে থাকে।
এই সমস্ত স্থানগুলি অযোধ্যা পাহাড়কে একটি আদর্শ টুরিস্ট স্পট করে তুলেছে। এবার শীতের ছুটিতে আপনি এই অফবিট গন্তব্যে আপনার ছুটির পরিকল্পনা করতেই পারেন। শহুরে কোলাহল থেকে রেহাই পেতে এবং প্রকৃতির মাঝে কিছু সময় কাটাতে অবশ্যই বেরিয়ে আসুন কলকাতার খুব কাছের এই অযোধ্যা পাহাড়ের সুন্দর জায়গাগুলিতে।
Free Access