বিনোদন
বড়সড় গাড়ি দুর্ঘটনার মুখে বলি অভিনেতা আয়ুষ শর্মা!

রবিবার ছুটির দিনে মুম্বইয়ে বলিউড অভিনেতা আয়ুষ শর্মার গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীদের দাবি, অভিনেতার গাড়িতে তেল ভরাতে যাচ্ছিলেন চালক। সেই সময় উল্টো দিক থেকে আসা এক মদ্যপ চালক বেপরোয়া গতিতে আয়ুষের গাড়িতে ধাক্কা মারেন।
দুর্ঘটনার পর আয়ুষের গাড়ির সামনের ডান দিকের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে, চালক অক্ষত রয়েছেন বলে জানা গেছে। আয়ুষ নিজে গাড়িতে ছিলেন না।
দুর্ঘটনার পর মদ্যপ চালক পালানোর চেষ্টা করেন।
তবে, পুলিশের নজর এড়াতে পারেননি। মুম্বইয়ের খার থানার পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।