খেলা

কেমন আছেন ঋষভ? এবার কী তবে মাঠে ফিরবেন খেলোয়াড়?

How are you Rishabh? What if the player will return to the field?

The Truth Of Bengal : গত বছরের ৩০ ডিসেম্বর ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ। দুর্ঘটনার পর থেকেই তিনি ক্রিকেট থেকে দূরে রয়েছেন। তবে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।বোর্ড সূত্রে জানা গেছে, নতুন বছরের জানুয়ারির মধ্যেই ঋষভ ম্যাচ ফিট হয়ে উঠবেন। তবে তাকে নিয়ে একটুও তাড়াহুড়ো করতে চাইছে না বোর্ড। ঋষভকে একেবারে আইপিএলের সময় দেখা যেতে পারে।

এর আগে বিসিসিআই খেলোয়াড়দের চোট আঘাত নিয়ে তাড়াহুড়ো করতে চায় না। তার পাশাপাশি ঋষভের যেহেতু দুর্ঘটনা ঘটেছিল তাই তাকে নিয়ে একদমই তাড়াহুড়ো করতে চায় না বোর্ড। তাতে হিতে বিপরীত হতে পারে। এর আগে জশপ্রীত বুমরা, শ্রেয়স আইয়ারদেরকে নিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে ঝুঁকি বেড়েছিল। তাই এবার একটুও ঝুঁকি নেবে না বোর্ড। পুরো ফিট হলেও এই উইকেটরক্ষক ব্যাটারকে অপেক্ষা করতে হবে বোর্ডের সবুজ সংকেত পাওয়া পর্যন্ত।

এর আগে শয্যাশায়ী ঋষভের একাধিক ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা গিয়েছিল ঋষভ ক্রাচ ছাড়া হাঁটার চেষ্টা করছেন। এনসিএতে জোরকদমে রিহ্যাব চলেছে ঋষভ পন্থের। কয়েকদিন আগেই তাঁর জিম সেশনের একটি ভিডিও সকলের সামনে এসেছিল। শুধু তাই নয় হাল্কা ব্যাটিংও নাকি করতে পারছেন তিনি। ঋষভের মাঠে ফেরার খবরে উচ্ছ্বসিত তার ভক্তরা। তারা দ্রুতই ঋষভকে মাঠে ফিরতে দেখতে চায়।

FREE ACCESS

Related Articles