মেয়েই জানে না বাবা কি করছে! কেবিসির মঞ্চে শাহরুখ কন্যাকে ধমক অমিতাভের

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সুহানা খান সম্প্রতি তার বাবা শাহরুখ খানের সম্মান নিয়ে একটি প্রশ্নের ভুল উত্তর দিয়েছেন। এতে হতবাক হয়ে যান তার বাবা এবং উপস্থিত দর্শকরাও।
সুহানা খান ও তার প্রেমিক অগস্ত্য নন্দা সম্প্রতি অমিতাভ বচ্চনের কুইজ শো “কৌন বনেগা ক্রোড়পতি”তে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। শোতে শাহরুখ খানকে নিয়ে একটি প্রশ্ন করা হয়। প্রশ্নটি ছিল, “এর মধ্যে কোন সম্মান শাহরুখ খান এখনও পাননি?”
এই প্রশ্নের উত্তরে সুহানা বলেন, “পদ্মশ্রী”। এই উত্তর শুনে সকলেই অবাক হয়ে যান। কারণ শাহরুখ খান ২০০৫ সালে পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।
সুহানার ভুল উত্তর শুনে অমিতাভ বলেন, “মেয়েই জানে না যে বাবা কী কী সম্মান পেয়েছে! এত সহজ একটা প্রশ্ন করলাম, সেটাও পারলে না?”
অমিতাভের এই কথা শুনে সুহানা কিছুটা লজ্জা পেয়ে যান। তবে তিনি জানান, তিনি তার বাবার সম্মান সম্পর্কে জানতেন না।
এই ঘটনার পর অনেকেই সুহানার সমালোচনা করেছেন। তারা বলেছেন, একজন অভিনেত্রীর পক্ষে তার বাবার সম্মান সম্পর্কে না জানাটা দুঃখজনক।
তবে সুহানার সমর্থনে অনেকেই বলেছেন, তিনি এখনও একজন তরুণ অভিনেত্রী। তিনি হয়তো তার বাবার সম্মান সম্পর্কে জানেননি। এছাড়াও, তিনি ভুল উত্তর দিয়েছেন বলেই তাকে এত সমালোচনা করার দরকার নেই।