লাইফস্টাইল

শীতকালে চুল চিটচিটে হয়ে গেছে, কী করবেন?

Hair is greasy in winter, what to do?

The Truth Of Bengal, Mou Basu : গরমকালে ত্বকে তেলতেলে ভাব দেখা যায়। ত্বকের পাশাপাশি এই একই সমস্যা দেখা দেয় চুলে ও স্ক্যাল্পেও। শীতকালে আবার ত্বক শুষ্ক ও রুক্ষ হয়ে যায় কিন্তু ঠান্ডায় জবুথবু হয়ে শ্যাম্পু করা হয়ে ওঠে না নিয়মিত। তাই চুল ও স্ক্যাল্প তৈলাক্ত হয়ে ওঠে। তৈলাক্ত স্ক্যাল্প চুলকানি ও খুশকির সমস্যা বাড়িয়ে তোলে।
চুল আঠালো হয়ে গেলে, জট পাকিয়ে গেলে তা খুবই বিরক্তিকর ব্যাপার। এমন চুলে স্টাইল করা খুব কঠিন। ঠিকঠাক সামলানোও যায় না আবার ঘন ঘন শ্যাম্পু করলে মাথার স্ক্যাল্প রুক্ষ হয়ে যায়। কীভাবে সহজে সমস্যা থেকে মুক্তি পাবেন?

১) চুলের যে কোনো সমস্যায় অ্যালোভেরা জেল বেশ কার্যকরী। ১-২ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চামচ লেবুর রস আর ১ কাপ জল মিশিয়ে রেখে দিন। শ্যাম্পু করার পর মিশ্রণটি চুলে মেখে ৫-১০ মিনিট রেখে দিন। ধুয়ে ফেলুন চুল।

২) ৩-৪ চামচ অ্যাপেল সিডার ভিনিগারের সঙ্গে পরিমাণমতো জল মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর চুলে মিশ্রণটি ভালোমতো লাগিয়ে রেখে কয়েক মিনিট পর চুল ধুয়ে নিন। নিয়মিতে ব্যবহারে বেশ উপকার পাওয়া যায়।

৩) লেবুর রস চুলের আঠালো ভাব কমাতে দারুণ উপকারী। পরিমাণমতো ফোটানো জলে ২টি গোটা পাতিলেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। শ্যাম্পু করার পর চুল শুকিয়ে নিন। চুলে মিশ্রণটি লাগিয়ে নিন। ৫-৭ মিনিট পর ধুয়ে ফেলুন চুল। নিয়মিত এটা করলে চুল মসৃণ ঝরঝরে হবে।

৪) মুলতানি মাটি ৪ চা চামচ, ২ চামচ লেবুর রস ও পরিমাণমতো জল দিয়ে মিশ্রণ তৈরি করুন। মিশ্রণটি যাতে স্মুথ হয়ে দেখবেন। মিশ্রণটি চুলে ও স্ক্যাল্পে লাগিয়ে রেখে শাওয়ার ক্যাপ দিয়ে চুল ও মাথা ঢেকে রাখুন। ১৫-২০ মিনিট রেখে শ্যাম্পু করে চুল পরিষ্কার করে ফেলুন।

৫) চুলের আঠালো ভাব কমাতে পরিমাণমতো পুদিনা পাতা বেটে ও একটি গোটা পাতিলেবুর রস মিশিয়ে মিশ্রণ তৈরি করুন। হেয়ার মাস্কটি ১৫-২০ মিনিট রেখে মাথায় লাগিয়ে রাখুন। হালকা গরম জলে চুল ধুয়ে নিন। চুলের আঠালো ভাব দূর হবে।

 

FREE ACCESS 

Related Articles