রাজ্যের খবর

কয়লাপাচার কাণ্ডে প্রাক্তন সিআইএসএফ আধিকারিককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

CBI interrogates former CISF officer in coal smuggling case

The Truth of Bengal: কয়লাপাচার কাণ্ডে বৃহস্পতিবার প্রাক্তন সিআইএসএফ আধিকারিক শ্যামল সিংহকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। সকালে মালদার রতুয়ায় তাঁর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেয় সিবিআই। বাড়ির সকল সদস্যের ফোন এই মুহূর্তে সিবিআইয়ের হেফাজতে রয়েছে।

সিবিআই সূত্রে জানা গেছে, শ্যামল সিংহ আসানসোলে সিআইএসএফ-এ কর্মরত ছিলেন। কয়লা পাচারের ঘটনায় তাঁর বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে তিনি কয়লা পাচারে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শুধু তাই নয়, শ্যামল সিংহের কলকাতার ৪৭এ টাউনশেন্ড রোডের ২য় ফ্লোরের ২টি ফ্ল্যাটে খানাতল্লাশি চালায় সিবিআই। খানাতল্লাশিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয় বলে জানা গেছে। কয়লা পাচার কেলেঙ্কারিতে সিবিআই এর তদন্ত এখনও চলছে। এরই মধ্যে একের পর এক অভিযান চালিয়ে সিবিআই কয়লা পাচারকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে।

Free Access

Related Articles