ছাত্রীকে চাকরি দেওয়ার নাম করে কয়েক হাজার টাকা প্রতারণার অভিযোগ
Accused of defrauding a student

The Truth of Bengal: আবারও একবার খবরের শিরোনামে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। রেজিস্ট্রার সেজে এক ছাত্রীকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ার নাম করে তার কাছ থেকে কয়েক হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে ডেটা এন্ট্রি পদে চাকরি দেওয়ার নাম করে বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের একটি ছাত্রীর কাছ থেকে কয়েক ধাপে কয়েক হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হতেই শোরগোল পড়ে রায়গঞ্জে।
ওই ছাত্রীর অভিযোগ, বেশ কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পরিচয় হয় অনুরাধা সেন নামের এক মহিলার সঙ্গে। তার কাছ থেকে সে জানতে পারে যে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ডেটা এন্ট্রি পদে তিনজন লোক নেওয়া হবে। ছাত্রীটি সে ব্যাপারে আগ্রহ দেখালে তাকে একটি নম্বর দিয়ে বলা হয় এটি রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের নম্বর। ওই নম্বরে যোগাযোগ করলে তাকে বলা হয়, তাকে নিয়োগ করা হবে কিন্তু এর পরিবর্তে ল্যাপটপের জন্য ও পি এফ ফান্ডের জন্য বেশ কয়েক হাজার টাকার প্রয়োজন।
এভাবে কয়েকটি ধাপে অনলাইন পেমেন্টের মাধ্যমে প্রায় ১৫ হাজার টাকা জমা করার পর অবশেষে বুঝতে পারে সে প্রতারণার শিকার হয়েছে। এরপর সে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে অভিযোগ জানায়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র সাগ্নিক বন্দ্যোপাধ্যায় জানান, ছাত্র-ছাত্রীদের যে কোনও অসুবিধায় তারা পাশে থাকতে বদ্ধপরিকর। এই অভিযোগের ভিত্তিতে রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের নিবন্ধক দুর্লভ সরকার জানান, অভিযোগ খতিয়ে দেখে দ্রুত যথাযথ ব্যবস্থা নেয়া হবে।