নানুর কথা মনে পরছে, এখনো স্বাভাবিক হতে অনেক সময় লাগবে! জানালেন পরীমনি

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তার বর্তমান অবস্থা সম্পর্কে কথা বলেছেন। তিনি জানান, তিনি ভালো আছেন, তবে নানুর মৃত্যুর পর এখনও স্বাভাবিক হতে পারেননি।
পরীমণি বলেন, “অনেক বেশি কাজ করতে হবে, বিষয়টি তা না। আমি হারিয়ে যাইনি। আমি ভালোভাবেই আছি। জীবন হয়তো আমার পরীক্ষা নিচ্ছে। আমি ভেঙে পড়ার মানুষ নই। সুন্দর সুন্দর সিনেমা করতে চাই। সংখ্যাটা বড় না। আমি সিদ্ধান্ত নিয়েছি— একদম বেছে বেছে, ভালো ভালো কাজ করব। এখন আমার সন্তান আছে, তাকে সময় দিতে হয়। সব কিছু ভেবেই শুটিং করতে হবে।”
পরীমণি জানান, তিনি এখন তার ছেলে রাজ্যকে নিয়ে ব্যস্ত। তার ছেলের জন্য তিনি ভালো মা হতে চান। তাই কাজের পাশাপাশি ছেলের প্রতিও যথেষ্ট মনোযোগ দেন।
পরীমণি এবং তার স্বামী শরিফুল রাজের বিচ্ছেদ নিয়ে একসময় বেশ আলোচনা হয়েছিল। তবে এখন তারা দুজনেই আলাদাভাবে জীবনযাপন করছেন। পরীমণি জানান, তারা এখন শুধুমাত্র একজন ভালো বন্ধু।
পরীমণি বর্তমানে তার নতুন সিনেমা ‘ডোডোর গল্প’-এর শুটিং করছেন। এই সিনেমায় তিনি একজন মায়ের চরিত্রে অভিনয় করছেন। এছাড়াও তিনি আরও কয়েকটি সিনেমার প্রস্তাব পেয়েছেন।