রাজ্যের খবর

সীমান্ত থেকে উদ্ধার লক্ষাধিক টাকার সোনা! গ্রেফতার ২

2 man arrested by bsf for Gold Smuggling

The Truth of Bengal: পেট্রাপোল বন্দরে উদ্ধার হল লক্ষাধিক টাকার সোনা। জানা যাচ্ছে, উত্তর ২৪ পরগনা জেলার ভারত বাংলাদেশের পেট্রাপোল বন্দরে উদ্ধার হয়েছে কমপক্ষে প্রায় ৩০ লক্ষের সোনা। ঘটনায় দুই বাংলাদেশি যাত্রীকে আটক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স।

বিএসএফ আধিকারিক জানিয়েছেন, ধৃতদের নাম মোহাম্মদ মুজাম্মিল উত্তর ২৪ পরগনা জেলার কাকিনাড়ার বাসিন্দা ও ঋত্বিক অশোক তেজুওয়ানি মহারাষ্ট্রের বাসিন্দা। বিএসএফ আরও জানিয়েছে ধৃতরা পেট্রাপোল হয়ে বাংলাদেশ থেকে ভারতে আসছিল।

বিএসএফের তল্লাশির সময় উদ্ধার হয় একটি সোনার ব্রেসলেট ও দুটি সোনার টুকরো। উদ্ধার হওয়া সোনার ওজন ২৯৮.৯৪০ গ্রাম, ভারতীয় বাজারে যার মূল্য ২৭ লক্ষ ৫৬ হাজার ৫৩৯ টাকা। উদ্ধার হওয়া সোনা ও ধৃতদের পেট্রাপোল শুল্ক দপ্তরের হাতে তুলে দিয়েছে বিএসএফের ১৪৫ নম্বর ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানেরা।

Free Access

Related Articles