শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক চাকরিপ্রার্থীদের
Job seekers meeting with the Education Minister

Bangla Jago TV Desk : শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আজ বৈঠকে বসবেন নবম- দ্বাদশ শ্রেণীর বঞ্চিত চাকরি প্রার্থীরা। আজ নিজেদের দাবির কথা তুলে ধরবেন তারা। অপেক্ষমান তালিকায় থাকা ৫৫৭৮ জনদের মধ্যে সমস্ত প্রার্থীকেই চাকরি দিতে হবে। দুই চাকরির ক্ষেত্রে নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে যে আইনের জটিলতা চলছিল সেটা কাটাতেই উদ্যোগী হবেন রাজ্য সরকার। শনিবার চাকরি প্রার্থীদের ধর্নামঞ্চে গিয়েছিলেন তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ। এই বিষয় নিয়ে রাজ্য সরকার বৈঠকে উদ্যোগী হয়েছেন সে কথাও বলেছিলেন তিনি।
জানা যাচ্ছে আজকের বৈঠকে উপস্থিত থাকবেন কুনাল ঘোষও। চাকরিপ্রার্থীদের তরফ থেকে জানানো হয়েছে, যেহেতু বৈঠক নিয়ে উদ্যোগে হয়েছিলেন কুনাল নিজেই তাই তাদের অনুরোধই আজকের এই বৈঠকে উপস্থিত থাকবেন। সোমবার বিকেল তিনটায় বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে বৈঠকে বসবেন চাকরি প্রার্থীদের সাত জন প্রতিনিধি। রবিবার গান্ধী মূর্তির পাদদেশে নবম থেকে দ্বাদশের চাকরি প্রার্থীদের হাজারতম দিন সম্পন্ন হয়েছে।
চাকরিপ্রার্থীদের তরফ থেকে জানানো হয়েছে ৫৫৭৮ জনের মধ্যে নবম ও দশমের জন্য আছেন ৩০১০। এবং একাদশ ও দ্বাদশের জন্য রয়েছে ২৫৭৮ জন প্রার্থী। এরমধ্যে নবম থেকে দ্বাদশের মধ্যে ২১৭৯ টি সুপার নিউমেরিক পদ রয়েছে। এই কয়েকটি শূন্য পদ নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। চাকরিপ্রার্থীদের দাবি শুধু এই কয়েকজন নয় মেধা তালিকায় থাকা সব প্রার্থীকে নিয়োগ করতে হবে।
FREE ACCESS