ঘরে বসে আয়ের বিজ্ঞাপন দিয়ে স্ক্যাম! সকলকে সতর্ক করলো স্বরাষ্ট্রমন্ত্রক

ঘরে বসে আয়ের বিজ্ঞাপন দেখলেই সাবধান! প্রতারকদের ফাঁদে পড়ে অনেকেই সর্বস্ব হারিয়েছেন। এমনকি, আর্থিক প্রতারণার মাধ্যমে সন্ত্রাসবাদে জড়িয়ে পড়ার ঘটনাও ঘটেছে। তাই, ঘরে বসে আয়ের বিজ্ঞাপনে সাড়া দেওয়ার আগে ভাল করে যাচাই করা জরুরি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এমন একশোর বেশি ওয়েবসাইটকে নিষিদ্ধ করেছে, যেগুলি ঘরে বসে আয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা করছিল। এই ওয়েবসাইটগুলিতে আংশিক সময়ের কাজের বিজ্ঞাপন দেওয়া হত। কিন্তু, কাজের বিনিময়ে প্রতারকরা প্রার্থীদের কাছ থেকে টাকা নিয়ে নিত।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রতারকেরা মূলত গৃহবধূ, বেকার যুবক এবং স্মার্টফোন সদ্য হাতে তুলে নেওয়া বয়স্ক ব্যক্তিদের টার্গেট করে। তারা প্রথমে প্রার্থীদের সঙ্গে ফোনে কথা বলে আস্থা অর্জন করে। তারপর, সহজ কাজ করে মোটা অঙ্কের টাকা উপার্জনের প্রলোভন দেখায়।
প্রতারকেরা প্রার্থীদের বলে, নির্দিষ্ট কোনও ভিডিয়ো বা ছবিতে লাইক দিতে হবে। কোনও অ্যাপের রেটিং লিখতে হবে। এতে ওই অ্যাপের জনপ্রিয়তা বৃদ্ধি পায়। প্রথম দিকে প্রার্থীরা মোটামুটি রোজগারও করেন। কিন্তু, পরে প্রতারকরা কোনও একটা অছিলায় মোটা অঙ্কের টাকা নিয়ে নেয়। কিংবা,ব্যাঙ্কের তথ্য নিয়ে চকিতে ফাঁকা করে দেয় অ্যাকাউন্ট।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তাই ঘরে বসে আয়ের বিজ্ঞাপনে সাড়া দেওয়ার আগে ভাল করে যাচাই করার পরামর্শ দিয়েছে। বলা হয়েছে, অনলাইনে অচেনা কাউকে টাকা পাঠাতে হলেও ভাল করে তাঁর সম্পর্কে জেনে নেওয়া উচিত।