বিনোদন

বাস্তুব সমস্যার সঙ্গে অ্যাকশন এবং রোমান্স-এর মসলা! আক্ষরিক অর্থেই বড়দিনের বড় সিনেমা হতে চলেছে ডাঙ্কি

 

অবশেষে প্রকাশ্যে এল শাহরুখ খানের আসন্ন ছবি ‘ডাঙ্কি’-র ট্রেলার। ৩ মিনিট ৩ সেকেন্ডের এই ট্রেলারে দেখা গেল, পাঞ্জাবের এক গ্রামীণ যুবক হার্ডি (শাহরুখ খান) তার চার বন্ধু সুখি (ভিকি কৌশল), বুগ্গু (বিক্রম কোচর), বল্লি (অনিল গ্রোভার) এবং লাল্টু (বোমান ইরানি)-র সাথে লন্ডন যাওয়ার স্বপ্ন দেখে। কিন্তু তাদের পথের কাঁটা হয়ে দাঁড়ায় ইংরেজি না জানা। তাই তারা লন্ডন যাওয়ার জন্য ঘুরপথে যাত্রা শুরু করে।

ট্রেলারে দেখা গেল, হার্ডি ও তার বন্ধুরা বিভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তারা বন্দি হয়, পালিয়ে আসে, লড়াই করে, কিন্তু শেষ পর্যন্ত তারা তাদের স্বপ্ন পূরণ করে। ট্রেলারে শাহরুখের অভিনয় দারুণ। তিনি হার্ডি চরিত্রে একদম মানিয়ে গেছেন। তাপসী পান্নু মানুর চরিত্রেও বেশ ভালো। ভিকি কৌশল, বিক্রম কোচর, অনিল গ্রোভার এবং বোমান ইরানিও তাদের অভিনয় দিয়ে দর্শকদের মুগ্ধ করেছেন।

পরিচালক রাজকুমার হিরানির হাত ধরে শাহরুখ খান প্রথমবার একসাথে কাজ করছেন। হিরানির আগের ছবিগুলোর মতো ‘ডাঙ্কি’ও একটি কমেডি নাট্য চলচ্চিত্র। ছবিটি এবছর ২১ ডিসেম্বর মুক্তি পাবে।

Related Articles