‘সিংহম ৩’-এর সেটে অঘটন! অ্যাকশন করতে গিয়ে চোট পেলেন অজয় দেবগন

বলিউডের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ি ‘সিংহম’। এই ফ্র্যাঞ্চাইজ়ির তৃতীয় ছবি ‘সিংহম ৩’-এর শুটিং চলছে পুরোদমে। এই ছবির শুটিং সেটেই দুর্ঘটনার মুখোমুখি হলেন অভিনেতা অজয় দেবগন।
খবর অনুযায়ী, মুম্বাইয়ের ভিলে পার্লেতে ‘সিংহম ৩’-এর শুটিং করছিলেন অজয় দেবগন। একটি অ্যাকশন দৃশ্যের শুটিং করতে গিয়ে অজয়ের মুখে এবং চোখে আঘাত লাগে। আঘাতের কারণে অজয় কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে যান। অজয়ের আঘাতের খবর শোনামাত্রই শুটিং সেটে ছুটে যান পরিচালক রোহিত শেট্টি। অজয়কে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
হাসপাতালে অজয়ের চোখের উপরে একটি সেলাই দেওয়া হয়। তবে অজয়ের মস্তিষ্কে কোনও আঘাত হয়নি বলে জানা গেছে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর অজয় দেবগন আবারও শুটিং সেটে ফিরে যান। তিনি বলেন, “আমি ভালো আছি। এটি একটি ছোটখাটো দুর্ঘটনা। আমি খুব শীঘ্রই শুটিংয়ে ফিরে আসব।” ‘সিংহম ৩’-এর মুক্তির তারিখ এখনও চূড়ান্ত করা হয়নি। তবে ২০২৪ সালের শেষের দিকে এই ছবি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।