চাকরি

সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত

Civil Services Exam Admit Card

The Truth of Bengal,Mou Basu: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের (WBCS) প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হল। আগামী ১৬ ডিসেম্বর (শনিবার) পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিসের (WBCS) প্রিলিমিনারি পরীক্ষা হবে।পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের তরফে জানানো হয়েছে, কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট wbpsc.gov.in-তে গিয়ে প্রার্থীরা ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। তারপর সেই অ্যাডমিট কার্ডের প্রিন্ট-আউট বের করে নিতে হবে চাকরিপ্রার্থীদের। পরীক্ষার দিন পরীক্ষাকেন্দ্রে বাধ্যতামূলকভাবে সঙ্গে রাখতে হবে ই-অ্যাডমিট কার্ডের প্রিন্ট-আউট।

নাহলে পরীক্ষায় বসতে পারবেন না চাকরিপ্রার্থীরা। সিভিল সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষার জন্য চাকরিপ্রার্থীদের দুটি স্ট্যাম্প সাইজের একই রকমের দুটি ছবি নিয়ে যেতে হবে। সেইসঙ্গে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার কার্ডের মতো আসল সচিত্র পরিচয়পত্র নিয়ে যেতে হবে। এই লিঙ্কে ক্লিক করে প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে—https://pscwb.ucanapply.com/AdmitCard/entrance/?app-id=RVhUQU5TMDA0NA==

Related Articles