বসিরহাটে শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার, মৃত্যু ঘিরে তৈরি হয়েছে রহস্য…
The Hanging Body of The Laborer Was Recovered from Basirhat

The Truth Of Bengal: নির্মাণ শ্রমিকের ঝুলন্ত দেহ উদ্ধার,ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিস। বসিরহাটের হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের সমষপুর গ্রামের ঘটনা। মৃত ব্যক্তির নাম জানা যাচ্ছে গৌড় শংকর মন্ডল। ঘটনা ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা।নির্মাণ শ্রমিকের মৃত্যুর ঘটনায় সমষপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাটের হাড়োয়া থানার কুলটি গ্রাম পঞ্চায়েতের সমষপুর গ্রামের ঘটনা। পরিবার সূত্রে জানা যায় ৪৬ বছরের নির্মাণ শ্রমিক গৌর শংকর মন্ডলের সঙ্গে তার ছেলের সঙ্গে বেশ কয়েকদিন ধরে বচসা মনোমালিন্য হয়।তারপর হঠাৎই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, পরে জানা যায় তিনি ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। তারপর পরিবারের সদস্যরা হাড়োয়া থানার খবর দিলে। পুলিস এসে নির্মাণ শ্রমিক গৌর শংকর মন্ডলের নিথর দেহ উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা গৌড় শংকর মন্ডলকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ টি ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালের পুলিস মর্গে পাঠানো হয়েছে।
পাশাপাশি একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। শুধুই কি পারিবারিক বিবাদ? না এর পেছনে অন্য কোন কারণ রয়েছে? পুরো ঘটনার দিকে নজর রেখেছেন তদন্তকারীরা। যদিও পুলিশ জানাচ্ছেন ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল রহস্য।
Free Access