বিনোদন

গর্বের মুহূর্ত: বর্ধমানের শর্ট ফিল্ম ‘রোড টু কাতার’ জায়গা করে নিল ওমান চলচ্চিত্র উৎসবে!

 

পশ্চিম বর্ধমানের দুর্গাপুর সংলগ্ন প্রত্যন্ত গ্রাম কমলপুরের আদিবাসী খুদে ফুটবলারদের গল্প নিয়ে নির্মিত শর্ট ফিল্ম ‘রোড টু কাতার’ ওমানের দ্বিতীয় আন্তর্জাতিক নারী ও শিশু চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতামূলক বিভাগে মনোনীত হয়েছে। আগামী ৪ থেকে ৬ ডিসেম্বর ওমানের রাজধানী মাস্কটে এই চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে।

গত বছর ফুটবল বিশ্বকাপের আগে এই শর্ট ফিল্ম নির্মাণ করেন বর্ধমানের কৃষ্ণকান্ত মল্লিক। তিনি জানান, আদিবাসী সম্প্রদায়ের এই খুদে ফুটবলাররা প্রতিকূলতার মধ্যেও ফুটবলের প্রতি অগাধ ভালোবাসা এবং উন্মাদনা পোষণ করে। তারা ঠিকমতো খেলার সরঞ্জাম পায় না, আধুনিক প্রশিক্ষণ তো দূরের কথা। কিন্তু ফুটবল তাদের জীবনের অন্তর্গত। নিজের অবলম্বনটুকুও তারা ফুটবলের জন্য উজার করে দিতে পারে। যেমন, গোলপোস্ট তৈরিতে বিশেষভাবে সক্ষম এক খুদে তার পথচলার অবলম্বন ক্র্যাচটি পর্যন্ত দিয়ে দিচ্ছে।

‘রোড টু কাতার’ শর্ট ফিল্মটি ফিফারও স্বীকৃতি পেয়েছে। এই স্বীকৃতি পাওয়ার পর নির্মাতা কৃষ্ণকান্ত মল্লিক জানান, তিনি খুদে ফুটবলারদের প্রতিকূলতা জয়ের গল্পটি বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চেয়েছিলেন। তিনি আশা করেন, এই শর্ট ফিল্মটি আন্তর্জাতিক অঙ্গনে আদিবাসী ফুটবলের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে।

Related Articles