রাজ্যের খবর

ব্যাঙ্কে অ্যাকাউন্ট না খুলেও এসেছে এটিএম কার্ড! বেসরকারি ব্যাঙ্কের কীর্তি দেখে হতবাক গ্রামবাসী

Burdwan

The Truth of Bengal:  জীবনে কোনওদিন কোন বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট করেনি অথচ তাদের নামেই এটিএম কার্ড এসেছে পূর্ব বর্ধমানে। যা নিয়ে এখন তোলপাড় প্রশাসন থেকে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সকলেই। আর এটিএম কার্ডের মালিকরা পড়েছেন মহা ফ্যাসাদে। তাঁরা হন্যে হয়ে ব্লক প্রশাসন থেকে জেলা প্রশাসন কিংবা ব্যাঙ্কের দরজায় ঘুরলেও কোন সুরাহা হয় নি। প্রশাসন গা-ছাড়া দিয়েই দায় সারছে। ব্যাঙ্কে গিয়েও কোন সুরাহা পাচ্ছেন না গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষজন। তাই এখন আতঙ্কে জেলার খণ্ডঘোষের কালনা গ্রামের বাসিন্দারা।

ঘটনার সূত্রপাত মাস পাঁচ-ছয়েক আগে। হঠাৎই একজন ক্যুরিয়ার বয় এক ব্যাগ এটিএম কার্ড নিয়ে কালনা গ্রামে হাজির হন। কিন্তু কার্ড ভর্তি খামের উপর গ্রাহকের নাম ঠিকানা মিললেও ফোন নম্বর মিলছিল না। ক্যুরিয়র বয় খামের উপর যে মোবাইল নম্বর ছিল সেই নম্বরে ফোন করলে ফোনে কাউকে পাচ্ছিলেন না। এদিকে গ্রামে ব্যাগ ভর্তি এটিএম কার্ড খুলতেই গ্রামের বাসিন্দারা তো অবাক হয়ে যান। দেখা যায় একটি বেসরকারি ব্যাঙ্কের বর্ধমান শহরের কার্জনগেটের পাশে সিটি টাওয়ারে অবস্থিত শাখা থেকে কার্ডটি গুলি পাঠানো হয়েছে।

গ্রামবাসীরা বলেন, তাঁরা জোটবদ্ধ হয়ে ব্যাঙ্কে গেলে প্রথমে তাদের ব্যাঙ্ক কর্তৃপক্ষ কোন পাত্তা দেয়নি। পরে আরো বেশী লোকজন নিয়ে ব্যাঙ্কে গেলে ব্যাঙ্কের ম্যানেজার জানান, আপনাদের নামে এখানে অ্যাকাউন্ট আছে। তাই এটিএম কার্ড গেছে বাড়িতে। তাঁরা আরো জানতে পারেন, গত কয়েক বছরে এক একজনের অ্যাকাউন্টের মাধ্যমে মোটা টাকার লেনদেন হয়েছে। অথচ গ্রামের মানুষজন পুরো অন্ধকারে। ব্যাঙ্কের পক্ষ থেকে দেখানো হয়,তাদের পাশবুকে তাদের ছবি। সেও এক অদ্ভুত। গ্রামবাসীদের দাবী , কেউ মাঠে একশদিনের কাজ করছে, কেউ বাড়িতে রান্নার কাজ করছে, আবার কেউ গোয়ালে কাজ করছে সেই অবস্থার ছবি দিয়ে ব্যাঙ্কে একাউন্ট খোলা হয়েছে।  গ্রামের বাসিন্দারা এরপর প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানান। তবে তাতে এখনও পর্যন্ত কোন কাজ হয় নি।

Free Access

Related Articles