বিনোদন
Trending

রাজের ঘরে রাজকন্যা! দ্বিতীয় সন্তানের মা হলেন শুভশ্রী…

Actress Subhasree Ganguly is a Mother For The Second Time

The Truth Of Bengal: রাজ পরিবারে খুশির হাওয়া। দ্বিতীয়বারের জন্য মা হলেন টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। লক্ষ্মীবারের কন্যা এলো রাজ শুভশ্রীর ঘরে।দাদা হল ইউভান। বৃহস্পতিবার শহরের এক বেসরকারি হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন শুভশ্রী। সোশ্যা্ল মিডিয়ায় পোস্ট করে এই সুখবর দেন স্বয়ং রাজ চক্রবর্তী।

ইতিমধ্যেই নামকরণ করা হয়ে গেছে রাজ পরিবারে। পোস্ট করে শুভশ্রী লিখেছেন… “আমাদের পৃথিবীতে স্বাগত”

বলা যায়, খুশির জোয়ার চক্রবর্তী-গঙ্গোপাধ্যায় পরিবারে। গত জুন মাসে ইউভানের উচ্ছ্বাসে ভরা একটি ছবি পোস্ট করেছিলেন রাজ ও শুভশ্রী। ক্যাপশনে লিখেছিলেন, “বড় দাদা হিসেবে ইউভানের প্রমোশন হয়ে গেল।” তারকা দম্পতির এই পোস্টেই খুশির জোয়ার আসে অনুরাগী মহলে। টলিউডের তারকারাও জানান শুভেচ্ছা। এবার শুভেচ্ছার বন্যা নতুন অতিথির আগমনে।

মা এবং সন্তান দুজনেই সুস্থ রয়েছেন বলে হাসপাতাল সুত্র মারফত খবর। এই মুহূর্তে নতুন অতিথির আগমনে নানান প্ল্যানিং চলছে রাজ-শুভশ্রীর পরিবারে।

Free Access

Related Articles