
The Truth of Bengal: কালো কুচকুচে চিতা। শুনে হবাক হলেও এবার এই বিরল চিতার দেখা মিলল ওড়িশার জঙ্গলে। ওড়িশার জঙ্গলে বাঘের সংখ্যা নির্ধারণের জন্য চলচিল বাঘসুমারি। বাঘ রয়েছে জঙ্গলের সেই অংশ গুলিতেই ক্যামেরা লাগানো হয়েছিল। সেই সময় হঠাৎ ক্যামেরা বন্দি হয় এই বিরল প্রজাতির চিতা বাঘটি।
চিতার নাম শুনতেই মাথায় ভাসে সেই হলদে রঙের , গায়ে কালো ডোরা কাটা বাঘের চিত্র। কিন্তু এ এক অদ্ভুত বাঘের হদিশ পাওয়া গেল ওড়িশার জঙ্গলে। মূলত কোন জঙ্গলে এই ধরনের বাঘ ধরা পড়েছে সেটা নিশ্চিত করে এখনও কিছু জানায়নি মুখ্য বন ও বন্য প্রাণ সংরক্ষক সুশান্ত নন্দ। ইতিমধ্যেই কালো চিতার ছবি তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন।
আর তার পর থেকেই আনন্দে আত্মহারা সেই রাজ্যের বন বিভাগ দফতর।প্রতি ৪ বছর অন্তর ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এই ব্যাঘ্র সুমারি করে। জঙ্গলে মোট কত সংখ্যক বাঘ রয়েছে সেই সংখ্যা নির্ধারণ করতেই এই সুমারি করা হয়। প্রসঙ্গত, গত অক্টোবর মাস থেকেই ওড়িশার ময়ুরভঞ্জ জেলার একটি ব্যঘ্র সংরক্ষণাগার সিমলিপালেও দেখা গিয়েছিল কালো বাঘ ।