বিনোদন

ওটিটিতে সেরা আলিয়া-মনোজ, সেরা সিরিজ ‘স্কুপ’

Best Alia-Manoj in OTT Platform

The Truth of Brngal: সিলভারস্ক্রিনের পাশাপাশি এখন ওটিটি-র রমরমা। ওটিটির কদর দর্শকমহলে বাড়ছে, সুতরাং ওটিটি-র জন্য এখন রয়েছে একগুচ্ছ পুরস্কারের আসর। ফিল্মফেয়ারের মতো জনপ্রিয় সংস্থার তরফেও পৃথকভাবে আয়োজন করা হচ্ছে ওটিটি অ্যাওয়ার্ডস। রবিবার রাতে ফিল্মফেয়ার ওটিটি-র বর্ণাঢ্য রেড কার্পেটে দেখা মিলল বলিউডের প্রথম সারির একগুচ্ছ তারকারদের। আলিয়া ভাট, শ্রুতি হাসান সোনম কাপুর থেকে ওয়েব দুনিয়ার করিশ্মা তন্না, প্রাক্তন মিস ওয়ার্ল্ড মানুষী চিল্লার সকলেই নজর কাড়লেন এবারের অ্যাওয়ার্ড সেরিমনিতে। এদের পাশাপাশি জ্যাকি শ্রফ, বিজয় বর্মা, রাজকুমার রাও এদেরকে দেখা গেল রেড কার্পেটের আসরে।

‘ডার্লিংস’-এর জন্য সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন রণবীর ঘরণী আলিয়া ভাট। এবং সির্ফ এক বান্দা কাফি হ্যায় ছবিতে অনবদ্য পারফরম্যান্সের জন্য সেরা অভিনেতার শিরোপা জিতে নিয়েছেন মনোজ বাজপেয়ী। আবার এই ছবির দখলেই এসেছে বছরের সেরা ছবি ও পরিচালকের তকমাও। অন্যদিকে, সমালোচকদের বিচারে, মণিকা ও মাই ডার্লিং ছবির জন্য রাজ কুমার রাও এবং গুলমহর-এর জন্য শর্মিলা ঠাকুর ও কাঠাল-এর জন্য সানিয়া মালহোত্রা যথাক্রমে অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।

প্রসেনজিৎ অভিনীত ‘জুবিলি’ সিরিজের জন্য সেরা পরিচালকের সম্মান পেলেন বিক্রম আদিত্য মোটওয়ানি। অন্যদের পিছনে ফেলে সেরা সিরিজ নির্বাচিত হয়েছে হনসল মেহতার ‘স্কুপ’। এই সিরিজেও বাঙালি ক্রাইম জার্নালিস্টের চরিত্রে নজর কেড়েছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সিরিজের লিডিং লেডি করিশ্মা তন্না সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন। এছাড়া দাহাড়-এ দুরন্ত পারফরম্যান্স করে একই পুরস্কার জিতেছেন শত্রুঘ্নকন্যা সোনাক্ষী সিনহা। অপরদিকে, সমালোচকদের বিচারে ওয়েব সিরিজের সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন বিজয় বর্মা। লকডাউনে পর থেকে ওটিটি প্লাটফর্ম-এর চাহিদা তুঙ্গে উঠেছে দর্শকমহলে। আর ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের মতো এরকম ঐতিহ্যশালী ফিল্মি পুরস্কার যে ওটিটি-র চাহিদা আরও বাড়িয়ে দেবে তা এককথায় বলা যেতেই পারে।

Related Articles