স্বাস্থ্য

রক্তপরীক্ষা করবে, প্রেসার মাপবে এআই প্রযুক্তিযুক্ত ‘কেয়ারপড’ সামলাবে গুরুত্বপূর্ণ কাজকর্ম

Forward Health

The Truth of Bengal,Mou Basu: গলার ব্যথা, প্রেসার মাপা, রক্ত পরীক্ষার মতো নানান গুরুত্বপূর্ণ কাজকর্ম এবার সামলাবে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি দিয়ে তৈরি ‘কেয়ারপড’। আসল ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মীর গরহাজিরাতেও দিব্যি নানান রকম ছোটখাটো শারীরিক পরীক্ষা করতে পারে এই এআই প্রযুক্তিযুক্ত ডাক্তার রোবট ‘কেয়ারপড’। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি হেলথকেয়ার সংস্থা ”Forward Health’ তৈরি করেছে এই কেয়ারপড।প্রাথমিকভাবে আমেরিকার স্কটসডেল, সান ফ্রান্সিসকো, নিউইয়র্ক, শিকাগো আর ফিলাডেলফিয়া শহরে ২৫টি এমন কেয়ারপড বসানো হয়েছে। সংস্থার লক্ষ্য হল এক বছরের মধ্যে ৩২০০ এমন রোবোটিক ডাক্তারের মাধ্যমে পরিষেবা চালু করা। শপিং মল, বিভিন্ন দফতরে কেয়ারপড যন্ত্র বসানো হবে।

কীভাবে কাজ করে কেয়ারপড?
কেয়ারপডকে এককথায় বলা যায় ডাক্তারের চেম্বার। তাই প্রথমে গ্রাহককে ফোন ব্যবহার করে কেয়ারপড নামক রোবট ডাক্তারের চেম্বারের দরজার তালা খুলতে হবে। ভেতরে থাকবে বিরাট টাচস্ক্রিন, একটা বসার চেয়ার ও ফুল বডি স্ক্যানার যন্ত্র রাখা হয়েছে। টাচস্ক্রিনের সাহায্যে গোটা শরীরে নানান রকম শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা যাবে।

কেয়ারপডের সাহায্যে হওয়া মেডিক্যাল রিপোর্ট কী করে পাবেন?
কোন ধরনের শারীরিক পরীক্ষা করাতে চান তা বাছাই করে নেওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় যন্ত্রপাতি আছে এমন ড্রয়ার খুলে যাবে। রক্তচাপ মাপা হবে ওয়ারলেস আর্ম কাফের সাহায্যে। সূচবিহীন একবার ব্যবহারযোগ্য যন্ত্রের সাহায্যে পরীক্ষার জন্য রক্তের নমুনা নেওয়া হবে। পরীক্ষা শেষ হওয়ার পর স্ক্রিনে ব্যবহারকারীর জন্য নির্দেশিকা আসবে। নির্দেশ মেনে চললে Forward Health নামক সংস্থার একজন ডাক্তার, নার্স বা স্বাস্থ্যকর্মী ব্যবহারকারীর জন্য প্রেসক্রিপশন বা অতিরিক্ত নির্দেশিকা লিখে দেবেন। তাঁরা আপনার প্রশ্নেরও উত্তর দেবেন। কিন্তু পরীক্ষা চলাকালীন কেয়ারপড যন্ত্রের ভেতরে ঢুকবেন না।আমেরিকার হেলথকেয়ার সংস্থার তরফে দাবি করা হয়েছে তারা সবার গোপন তথ্য সুরক্ষিত রাখবে। থার্ড পার্টিকে বেচবে না। রোগীই তথ্যের মালিক হবেন। একমাত্র বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে তথ্য শেয়ার করা হবে। মাসে মাসে কেয়ারপডের জন্য খরচ পড়বে ৯৯ মার্কিন ডলার।

Related Articles