পাকিস্তান ক্রিকেট টিমের ভরাডুবি, অবসরের ঘোষণা ইমাদ ওয়াসিমের
Imad Wasim announces retirement from Pakistan cricket team

The Truth Of Bnegal : বিশ্বকাপ শেষেই পাকিস্তানের ক্রিকেটে ফের শুরু নানারকম টানাপোড়েন । কখনো বাবর আজম কে নিয়ে তো কখনো গোটা টিমটাকেই নিয়ে। তার অন্যতম কারণ বিশ্বকাপে ঠিক পারফরম্যান্স না করা । আর এবার পাকিস্তানের আর এক ক্রিকেটার অবসর নিয়ে নিলেন ।সোশ্যাল মিডিয়ায় পোষ্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক অলরাউন্ডার ইমাদ ওয়াসিমের। তিনি পাকিস্তানের হয়ে সর্বশেষ খেলেছেন গত এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে।
এরপর আর পয়াকিস্তানের জার্সি গায়ে দেয়ার সুযোগ হয়নি তার। ৩৪ বছরের ইমাদ পাকিস্তানের হয়ে ২০০৬ সালের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতেন। দীর্ঘদিন ধরে পাকিস্তানের বোর্ডৈর সঙ্গে তার মনোমালিন্য চলছে । রাগ এবং অবসাদেই এই ঘোষণা । পাকিস্তানের হয়ে ৫৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে ৫টি অর্ধশতক সহ ৯৮৬ রান বানিয়েছেন এবং ৪৪টি উইকেট নিয়েছেন। আরো বলেছেন , নতুন কোচ ও নেতৃত্ব আসছে, ফলে পাকিস্তান ক্রিকেটের সামনে রোমাঞ্চকর দিন। সংশ্লিষ্ট সবাইকে সাফল্যের জন্য শুভকামনা, দলের উন্নতি দেখতে মুখিয়ে আছি আমি।’
তবে শুধু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন । ফ্র্যাঞ্চাইজির যেসব ক্রিকেট রয়েছে সেগুলো তে খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এই বাঁহাতি স্পিন অলরাউন্ডার। জল্পণা চলছে ,বাবর আজমের কারণেই বিশ্বকাপ দলে মেলেনি জায়গা তার । যদিও বাবর আজম বেশকয়েকবার একারণে সমস্যাতেও পড়েছিল ।নিনারকম কু কথা শুনেছে বাবর । নানিরকম দিক ভাবনা চিন্তা করেই অবসর নিলেন এই খেলোয়াড় । উল্লেখ্য বিশ্বকাপে ভরাডুবির পর পাকিস্তান ক্রিকেটে অনেক রদবদল হয়েছে। ক্রিকেট ডিরেক্টর পদে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ হাফিজ।
FREE ACCESS