রাজ্যের খবর

বিলাস বহুল বাসে উত্তরবঙ্গ যাত্রা, দার্জিলিং তৈরির নয়া পরিকল্পনা

luxury bus

The Truth of Bengal: কেউ কেউ মনে করেন,দার্জিলিং এখন সুইডেন হয়ে উঠেছে। শ্বেতশুভ্র বরফে ঢাকা পাহাড়ের রূপ মাধুর্য, হিমালয়-কাঞ্চনজঙ্ঘা, পর্যটকদের কাছে যেন এই শৈলশহরকে সৌন্দর্যের স্বর্গ করে তুলেছে। তাই শুধু পশ্চিমবঙ্গই নয়, সুদূর বিদেশ থেকেও অনেক পর্যটক পাড়ি দেয়  উত্তরবঙ্গের প্রাকৃতিক দৃশ্য দেখবার জন্য। বন্য প্রাণী, অভয়ারণ্য, বন জঙ্গল ঘেরা  উত্তরবঙ্গ যেন একেবারে স্বপ্নের দেশ। তাই পর্যটনকে শিল্পের মর্যাদা দিচ্ছে রাজ্য সরকার।

মুখ্যমন্ত্রী পর্যটনকে শিল্পের মর্যাদা দেওয়ার পাশাপাশি ঘোষণা করেছেন, তৈরি করা হবে কালিম্পং, কার্শিয়াং, মিরিককে নিয়ে নতুন দার্জিলিং। তাই এই উত্তরবঙ্গে যাতে ভ্রমণপ্রিয়রা যেতে পারে সেজন্য সড়কে সফর সহজসাধ্য করা হচ্ছে। এবার কলকাতা থেকে শিলিগুড়ি চালু হল ২টি ডিলাক্স বাস। বিলাসবহুল বাসের ভাড়া হবে ৫০০থেকে ৬০০টাকা। ১ডিসেম্বর থেকে চালু হচ্ছে দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের যোগাযোগের এই বাস।

অত্যাধুনিক বাসে আরাম করে পর্যটকরা ঘুরে আসতে পারবেন বাংলার অপরূপ সুন্দর জায়গা থেকে। উত্তরবঙ্গে কিছু ইলেকট্রিক বাস চালানোর  চেষ্টাও চলছে। তিনি জানিয়েছেন, কয়েকটি ইলেকট্রিক বাস উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমকে দেওয়া হবে। নির্দিষ্ট রুটে বাসগুলি চালানো হবে।  কোচবিহার-আলিপুরদুয়ারে হেরিটেজ শহরে ও কোচবিহার দিনহাটা রুটে দু’টি-দু’টি চারটি বাস যাওয়ার কথা রয়েছে।সবমিলিয়ে উত্তরবঙ্গের অফবিট স্পট থেকে পরিচিত স্পটে যাওয়ার জন্য পর্যটকরা এখন থেকে সরকারি বাস ব্যবহার করতে পারবনে বলে পরিবহণ দফতর মনে করছে।

Related Articles