
The Truth of Bengal: ২০২২ কাতার বিশ্বকাপের পর থেকেই জল্পণা চলছে অ্যাঞ্জেল ডি মারিয়ার আন্তর্জাতিক ফুটবলকে এবার হয়তো বিদায় জানাবেন । কারণ গত এক বছর ধরে তিনি বিদায় নেবেন এমনটা বলেছেন । তবে এবার আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিলেন তিনি। সামনের বছরে পাকাপাকি ভাবে অবসর নেবেন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে বসবে কোপা আমেরিকার পরবর্তী আসর। সেই ম্যাচের পর ই নেবেন অবসর । আর্জেন্টিনার এই খেলোয়ারের ২০০৮ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয়। দেশের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন তিনি।
অবসরের বিষয়ে তিনি সরাসরি বলেছেন , কোপা আমেরিকা হবে আর্জেন্টিনার জার্সিতে আমার শেষ টুর্নামেন্ট। হৃদয়ের গভীরের কষ্ট ও বিষাদ কণ্ঠে আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর জিনিসটাকে বিদায় জানাব। যেটি আমি পরেছিলাম, যেটির জন্য ঘাম ঝরিয়েছিলাম এবং গর্বের সঙ্গে আমি যেটি অনুভব করি। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে তার ভূমিকা ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ । পুরো ১২০ মিনিট মাঠে থেকে আক্রমণাত্মকভাবে দুর্দান্ত অবদান রাখেন তিনি।
বিশ্বকাপের আগে ২০২১ কোপা আমেরিকার ফাইনালে ব্রাজিলের বিপক্ষে জয়সূচক গোলটি এসেছিল তার পা থেকেই। চলতি সপ্তাহে বিশ্বকাপের যোগ্য়তা অর্জনের খেলায় ঘরের মাঠে ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্তিনা। তার পরেই নিজের অবসর ঘোষণা করে দেন ডি মারিয়া। ব্রাজিলের বিরুদ্ধে যে ম্যাচ ছিল আর্জেন্টিনার সেই ম্যাচে মেসির বদলি হিসেবে তাকে নামানো হয়। যদিও এ ম্যাচে গোলের দেখা পায়নি ডি মারিয়া ।ডি. মারিয়া দেশের হয়ে এখনও পর্যন্ত মোট ১৩৬টি ম্যাচ খেলছেন। যদিও মোট চারটি বিশ্বকাপে দেখা গিয়েছে ডি মারিয়াকে। ২০২২ সালের ম্যাচ যার মধ্যে অন্যতম।
Free Access