
The Truth of Bengal: বঙ্গে শীতের আমেজ পড়তেই বিভিন্ন জলাশয়ে দেখা মেলে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী পাখিদের। হালকা শীতের আমেজ পড়তেই ঘাটালের জলাশয়ে পরিযায়ী পাখিদের ভিড়। প্রতিবছরই শীতের শুরুতে ভিন দেশ থেকে উড়ে এসে, ঘাটাল পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ড হরিসিংহপুরের জলাশয়ে ভিড় জমায় পরিযায় পাখির দল। ঝাঁকে ঝাঁকে উড়ে আসে সারল হাঁস, জল পিপি, ব্রোঞ্জ উইঙ্গেড় সহ নানান প্রজাতির পরিযায়ী পাখি। এলাকার বাসিন্দাদের মন আনন্দে ভরে উঠে।
তাঁরা জানান, শীতের কয়েকটি মাস এই পাখিদের কলরবেই তাদের ঘুম ভাঙে, আবার দিনের শেষে কিচিরমিচির আওয়াজ করে উড়ে যাই ওরা। তবে এলাকাবাসীর অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কোনই ব্যবস্থা নেয়া হয়নি এই পরিযায়ীদের জন্য। এলাকাবাসীরা নিজেরাই পাহারা দেন যাতে পাখিদের কেউ বিরক্ত না করে। এলাকাবাসীর দাবি বহুদূরান্ত থেকে মানুষ আসেন এই পাখি দেখতে, তাই এই জলাশয় ঘিরে পর্যটন কেন্দ্র গড়ে তোলার দাবি তুলছেন স্থানীয় বাসিন্দারা।
প্রশাসনের তরফ থেকে জানানো হয় ওই জলাশয় পরিষ্কার রাখার জন্য যাবতীয় ব্যবস্থা নেয় ঘাটাল পৌরসভা। সেই কারণে উপযুক্ত পরিবেশ পেয়ে ভিন রাজ্যের পাখিরা ভিড় জমায় ওই জলাশয়- এ। তবে আগামী দিনে বিশেষজ্ঞদের সাথে কথা বলে এই পরিযায়ী পাখিদের আশ্রয় ও পর্যটনের জন্য ভাবনা চিন্তা করার কথা জানালেন ঘাটাল পৌরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেররা। ঘাটাল পৌরসভার হরিসিংহপুরের জলাশয় পর্যটন ক্ষেত্র গড়ে উঠলে আগামী দিনে ওই এলাকার বহু মানুষের কর্মসংস্থান হবে বলেই আশাবাদী স্থানীয় বাসিন্দারা।
Free Access