বিনোদন

পরচুলা পরেন ভিকি! বিগ বসের ঘরে আসল সত্যি ফাঁস করলেন অঙ্কিতা

 

২০২১ সালে বিয়ের পর এবার ‘বিগ বস্‌ ১৭’-এ জুটি হিসাবে প্রবেশ করেছেন অঙ্কিতা লোখান্ডে এবং ভিকি জৈন। সলমন খানের রিয়্যালিটি শোয়ে এই জুটির প্রেমের মুহূর্ত দেখতে পাবেন বলে আশা করেছিলেন অনুরাগীরা, তবে ঘটছে তার ঠিক উল্টোটাই। টিভির পর্দায় তাঁদের নিত্য দিন অশান্তি দেখছেন দর্শক।

সুশান্ত সিংহ রাজপুতের সঙ্গে সম্পর্ক ভাঙার পর ভিকির সঙ্গে সম্পর্ক তৈরি হয় অঙ্কিতার। বছর কয়েক একত্রবাসের পর শিল্পপতি ভিকির সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন অভিনেত্রী।

ছত্তীসগঢ়ের রায়পুরে জন্ম ভিকির। প্রতিষ্ঠিত ব্যবসায়ী পরিবারের ছেলে। ভিকি মহাবীর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর। বিলাসপুরের মহাবীর গ্রুপ কয়লা, হিরে, রিয়্যাল এস্টেট, গাড়ির ব্যবসা, পাওয়ার প্ল্যান্টের ব্যবসার সঙ্গেও জড়িত। প্রায় ১০০ কোটির সম্পত্তি রয়েছে ‌ভিকির পরিবারের।

নিন্দকেরা বলেন ভিকির সম্পত্তি দেখেই নাকি তাঁকে বিয়ে করেছেন অঙ্কিতা। তবে এ বার ‘বিগ বস্’-এর ঘরে এসে ফাঁস হল, অভিনেত্রীর স্বামীর গোপন কথা। ভিকি নাকি পরচুলা পরেন, তাঁর মাথায় একটাও চুল নেই।

গতকাল ‘বিগ বস্’-এর ঘরে অঙ্কিতা এবং ভিকির মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে অঙ্কিতা ভিকিকে পরচুলা পরার কথা বলে। ভিকি প্রথমে অস্বীকার করেন, তবে পরে স্বীকার করেন যে তিনি পরচুলা পরেন। ভিকির পরচুলা পরা রহস্য ফাঁস হওয়ার পর থেকে অঙ্কিতা এবং ভিকির মধ্যে সম্পর্কের আরও অবনতি হয়েছে। দুজনেই একে অপরের থেকে দূরে সরে যাচ্ছেন।

Related Articles