
The Truth of Bengal : আজ, মঙ্গলবার, ২১ নভেম্বর, আজকে আপনার ভাগ্যের চাকা কোন দিকে ঘুরবে? কারা শিক্ষাক্ষেত্রে সফল হবেন, কর্মক্ষেত্রে কোনও শুভযোগ আছে কিনা, এই সব প্রশ্নের উত্তর জানতে দেখে নিন আজকের রাশিফল। দৈনিক রাশিফলে আপনি আপনার আর্থিক জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, চাকরি, ব্যবসা সংক্রান্ত সমস্ত তথ্য পাবেন। দেখে নিন, আজ আপনার ভাগ্যে কী আছে।
১। মেষ রাশি
শারীরিক দিক থেকে চোখের রোগ দেখা যেতে পারে। এছাড়া ছোটখাটো শারীরিক ভোগান্তি হবে। বিজ্ঞান চর্চার ক্ষেত্রে শিক্ষার্থীদের উন্নতি লক্ষণীয়। কাজের চাপ খানিকটা বাড়বে। তবে চাকরিতে উন্নতির সময় আগত। আই হলেও ব্যয় বৃদ্ধি পাবে। মায়ের কোন ব্যবহারে কষ্ট পেতে পারেন।
২। বৃষ রাশি
পেটের সমস্যা বাড়বে। শরীরে কোন সংক্রামক রোগ দেখা যেতে পারে। উচ্চশিক্ষার ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। বুদ্ধির ঘাটতি হতে পারে। তবে ব্যবসায় ভালো যোগাযোগ আসবে। আয় এবং সঞ্চয় এর বৃদ্ধি পাবে। যদিও বাড়তি খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে। অপমান হওয়ার সম্ভাবনা রয়েছে।
৩। মিথুন রাশি
শরীর ভালো থাকলেও চোখ নিয়ে খানিকটা সমস্যা হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে ভালো সুযোগ আসবে। খরচের কারণে চিন্তা বাড়বে। মানসিক চিন্তা বৃদ্ধি পেতে পারে। কাজের ক্ষেত্রে উন্নতি হবে। আপনার মিষ্টি ব্যবহার সকলকে আকর্ষণ করবে।
৪। কর্কট রাশি
পেটের সমস্যা হবে। কোন কারনে মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। কাজের ভালো সুযোগ আসবে। ব্যবসায় লাভ হবে। ব্যয় বৃদ্ধি পাবে। বন্ধুদের সাথে দূরে বেড়াতে যেতে পারেন।
৫। সিংহ রাশি
শরীরের জড়তা বা আলস্য আসবে। মাথা যন্ত্রণা বাড়বে। দাঁতের সমস্যায় কষ্ট পেতে পারেন। কাজের বিষয়ে অস্থিরতা বাড়তে পারে। ব্যবসার ক্ষেত্রে শুভ যোগাযোগ হওয়ার সম্ভাবনা রয়েছে। আয় কমবে। ব্যয় বৃদ্ধি পাবে।
৬। কন্যা রাশি
পেটের সমস্যার কারণে বিরক্ত বোধ হতে পারে। বাড়তি আয় থেকে দূরে থাকুন। চাকরি স্থানে বিবাদ এড়িয়ে চলুন। ব্যবসায় নতুন সুযোগ আসছে। কথা কম বলার চেষ্টা করুন। বন্ধুদের থেকে আপনার কোন ক্ষতি হতে পারে। আপনার ব্যবহারের কারণে কারোর খারাপ লাগতে পারে।
৭। তুলা রাশি
শরীরের কোন ছোটখাটো সমস্যাও এড়িয়ে যাবেন না। দ্রুত চিকিৎসা করানোর চেষ্টা করুন। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ রয়েছে। সহকর্মীদের কাছ থেকে সম্মান পাবেন। ব্যয় বাড়তে পারে
৮। বৃশ্চিক রাশি
শরীরে ব্যথা যন্ত্রণা বাড়তে পারে। কর্ম ক্ষেত্রে প্রচুর পরিশ্রম করতে হবে। অর্থ ভাগ্য শুভ। রাগ ও জেদ বৃদ্ধি পাবে। প্রেমের ক্ষেত্রে অশান্তি মিটবে।
৯ । ধনু রাশি
কাজের চাপে শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে। পেশাদারদের ক্ষেত্রে দিনটি শুভ। দায়িত্ব বাড়বে। মানসিক চাপ বাড়বে। আধ্যাত্মিক বিষয় আপনি অনেক বেশি মনোযোগী হয়ে উঠবেন। আপনার নরম স্বভাবের কারণে আপনি জনপ্রিয় হবেন সকলের কাছে। সংসারের ক্ষেত্রে অশান্তি বাড়বে।
১০। মকর রাশি
শরীর ভালো থাকবে। সামান্য জ্বর কিংবা সর্দি পর্যন্ত হতে পারে। নিজের কাজের জন্য সুনাম অর্জন করবেন কর্ম ক্ষেত্রে। ভাগ্যোন্নতির উপায় রয়েছে। ফটকা এবং লটারি থেকে আয় বৃদ্ধি পাবে। দাম্পত্যের কলহ তৈরি হবে।
১১। কুম্ভ রাশি
সামান্য শারীরিক দুর্বলতা থাকবে। পড়াশোনার ব্যাপারে ব্যাঘাত আসবে। কর্ম ক্ষেত্রে সতর্ক থাকুন। কোন বিপদের ফাঁস আসতে পারে। সারাদিন প্রফুল্ল ভাবেই কাটবে। সবরকম পরামর্শ দাদা আপনার পক্ষে শুভ নয়। কোন শখ মেটানোর কারণে বাড়তি খরচ হতে পারে। বাড়ির লোক আপনাকে বুঝতে পারবে না।
১২। মীন রাশি
বাতের ব্যথায় কষ্ট পেতে পারেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করুন। পড়াশোনার ক্ষেত্রে দিনটি গতানুগতিক যাবে। মহিলাদের জন্য নতুন কিছু শুরু হতে পারে। কর্মসূত্রে কোথাও দূরে যেতে হতে পারে। অতিরিক্ত ক্রোধ নিয়ন্ত্রণে আনুন।
FREE ACCESS