আন্তর্জাতিক

৭ জানুয়ারি বাংলাদেশ জাতীয় নির্বাচন, জামায়াত- ই- ইসলামি-র প্রতিদ্বন্দ্বিতায় ‘না’

7th January Bangladesh National Election, Jamaat-e-Islami Contested 'No'

The Truth Of Bengal : বাংলাদেশের লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করেছে আগামী বছরের ৭ জানুয়ারি। ইতিমধ্যে দেশজুড়ে নির্বাচনী প্রস্তুতি শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পাশাপাশি বাংলাদেশের জাতীয় রাজনৈতিক দলগুলিও তাদের জোরদার প্রচার প্রক্রিয়াতে নেমে পড়েছে। নির্বাচনে এবারও প্রতিদ্বন্দিতা করতে পারবেন না জামায়াত- ই- ইসলামির প্রার্থীরা। আগেই বাংলাদেশে হাইকোর্টে তাদের নির্বাচনে লড়াইয়ের আবেদন খারিজ হয়ে যায়।

এবার আপিল বিভাগেও খারিজ হয়ে গেল তাদের আবেদন। প্রধান বিচারপতির নেতৃত্বেধীন ছয় বিচারপতির বেঞ্চ এই আদেশ দিয়েছেন। প্রথমে বাংলাদেশ হাইকোর্ট এবং পরে বাংলাদেশ সুপ্রিম কোর্টে দীর্ঘ শুনানি চলার পর  হয় বিচারপতির সর্বোচ্চ বেঞ্চ জানিয়ে দিয়েছে এই নির্দেশ। এবারের জাতীয় সংসদের নির্বাচনে  বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ এবং প্রধান প্রতিপক্ষ বাংলাদেশ ন্যাশনাল পার্টির প্রতিদ্বন্দ্বিতা হওয়ারর কথা। এছাড়াও আরো বেশ কয়েকটি রাজনৈতিক দল তারা জাতীয় সংসদ নির্বাচনে লরের জন্য প্রস্তুতি শুরু করেছে।

তবে বাংলাদেশ ন্যাশনাল পার্টি তথা বিএনপি এই নির্বাচনের শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বিতা করবে কিনা তা নিয়ে একটা সংশয় রয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপি দাবি জানিয়ে আসছিল নিরপেক্ষ সরকারের হাত ধরে এবারের নির্বাচন অনুষ্ঠিত হোক। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থেকে নির্বাচন হলে তা নিরপেক্ষ হওয়া সম্ভব নয় বলে দাবি বিরোধীদের। অবশ্য এই রাজনৈতিক টানাপোড়নের মধ্যে বাংলাদেশ জাতীয় নির্বাচন কমিশন ভোট ঘোষণা করে দিয়েছে। ফলে বিএনপি  এই নির্বাচনে কি ভূমিকা নেয় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

FREE ACCESS

Related Articles